ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ঢাবির ৬৯ শিক্ষার্র্থীকে সাময়িক বহিষ্কার

প্রকাশিত: ১১:১০, ৭ আগস্ট ২০১৯

ঢাবির ৬৯ শিক্ষার্র্থীকে সাময়িক বহিষ্কার

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ে (ঢাবি) অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৬৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এর আগে একই অভিযোগে ১৫ শিক্ষার্থীকে স্থায়ী বহিষ্কার করেছিল বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত শৃঙ্খলা পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বহিষ্কৃত শিক্ষার্থীরা ২০১২-২০১৩ শিক্ষাবর্ষ থেকে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। সাময়িক বহিষ্কৃত ৬৯ শিক্ষার্থীকে কারণ দর্শানো নোটিস প্রদান করবে বিশ^বিদ্যালয় প্রশাসন এবং তাদেরকে সাতদিনের মধ্যে জবাব দিতে হবে। এরপর বিশ^বিদ্যালয়ের সিন্ডিকেট তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে।
×