ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সব গুজব বলে চালিয়ে দিচ্ছে সরকার ॥ খসরু

প্রকাশিত: ১১:০৭, ৩১ জুলাই ২০১৯

সব গুজব বলে চালিয়ে দিচ্ছে সরকার ॥ খসরু

স্টাফ রিপোর্টার ॥ বর্তমান সরকার দেশ পরিচালনায় ব্যর্থ বলে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তারা ব্যর্থতা আড়াল করতে সবকিছুকে গুজব বলে চালিয়ে দিচ্ছে। মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন না হওয়ায় ‘নাগরিক অধিকার আন্দোলন ফোরাম’ নামক একটি সংগঠন আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এদিকে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন সরকার দেশকে বিএনপি শূন্য করতে চায়। আমির খসরু বলেন, ডেঙ্গু ও বন্যা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হয়ে এখন সবকিছুকেই গুজব বলছে। সরকারের কাছে আমাদের প্রশ্ন কোনটা গুজব? ডেঙ্গু মহামারী আকারে ছড়িয়ে পড়ছে এটা? মহিলাদের প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছে এটা? শিশুদের প্রতিনিয়ত নির্যাতন করা হচ্ছে এটা? শেয়ার বাজার থেকে দুই সপ্তাহে ২৭ হাজার কোটি টাকা লুট করা হয়েছে এটা? ব্যাংক লুট করে খালি করে দেয়া হয়েছে এটা? মানুষ গুম-খুন-হত্যা করা হচ্ছে এটা? নাকি প্রধান নির্বাচন কমিশনার সংবিধান লঙ্ঘন করে হজ পর্যবেক্ষণে গেছেন সেটা গুজব? সবকিছু গুজব বলে উড়িয়ে দেয়ার কোন পথ নেই।
×