ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

১৭ ফার্মেসিকে জরিমানা

প্রকাশিত: ১০:৩০, ২২ জুন ২০১৯

 ১৭ ফার্মেসিকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গ্রিনরোডে মেয়াদ উত্তীর্ণ, সরকারী অনুমোদনহীন ড্রাগ বিক্রির কারণে ১৭ ফার্মেসিকে সাড়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় একজনকে কারাদণ্ডসহ একটি ফার্মেসিকে সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্রিনরোড এলাকায় ১৯ ফার্মেসিতে অভিযান চালানো হয়। তিনি জানান, প্রায় সব ক’টি ফার্মেসিতে ৯০ শতাংশ ওষুধে ভেজাল আছে। দু’টি ফার্মেসিতে কোন ভেজাল ওষুধ পাওয়া যায়নি। অভিযানে ১৭ ফার্মেসিকে সাড়ে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় একজনকে ৩ মাসের জেল ও একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, অভিযানে প্রায় ২৫ লাখ টাকার মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ জব্দ করা হয়।
×