ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

৪০ মণ মিষ্টি ও ১৬ মণ খেজুর ধ্বংস

প্রকাশিত: ০৮:২৫, ২৯ এপ্রিল ২০১৯

 ৪০ মণ মিষ্টি ও ১৬ মণ খেজুর ধ্বংস

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৮ এপ্রিল ॥ জেলার পাকুন্দিয়ায় মেয়াদোত্তীর্র্ণ ৪০ মণ মিষ্টি ও ১৬ মণ খেজুর ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানকালে এসব মালামাল রাখার দায়ে এগারোসিন্দুর কোল্ড স্টোর কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রবিবার দিনব্যাপী কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে উপজেলার বড় আজলদী এগারোসিন্দুর কোন্ড স্টোরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা স্যানেটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পালসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জানা যায়, শহরের স্বনামধন্য মিষ্টির দোকান মদন গোপাল অধিক মুনাফা লাভের আশায় এগারোসিন্দুর কোল্ড স্টোরে ২৪টি ড্রামে মেয়াদোত্তীর্ণ প্রায় ৪০ মণ মিষ্টি ড্রামের মধ্যে সংরক্ষণ করে এবং এলাকার কিছু অসাধু ব্যবসায়ী আসন্ন রমজান মাসকে সামনে রেখে মেয়াদোত্তীর্ণ প্রায় ১৬ মণ খেজুর সংরক্ষণ করে। পরে কিশোরগঞ্জের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ ইব্রাহীম হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মেয়াদোত্তীর্ণ ৪০ মণ মিষ্টি ড্রাম থেকে মাটিতে বালি দিয়ে নষ্ট করাসহ ১৬ মণ মেয়াদোত্তীর্ণ খেজুর আগুনে পুড়িয়ে ফেলা হয়।
×