ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নতুন পায়ে দাঁড়ালেন রাসেল

প্রকাশিত: ১১:৪৭, ১৯ এপ্রিল ২০১৯

নতুন পায়ে দাঁড়ালেন রাসেল

বিডিনিউজ ॥ গ্রীনলাইন বাসের চাকা কেড়ে নিয়েছে পা, জীবনকে ঠেলে দিয়েছে গভীর অনিশ্চয়তায়। সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) চিকিৎসকদের সহযোগিতায় কৃত্রিম পায়ে উঠে দাঁড়িয়েছেন সেই রাসেল সরকার। দুর্ঘটনার পর এক বছর ধরে রাসেলকে চলতে হচ্ছিল ক্র্যাচে ভর করে। সিআরপি চিকিৎসকরা বলেছেন, রাসেলের এখন আর ক্র্যাচ লাগবে না। সপ্তাহ চারেকের মধ্যেই তিনি কৃত্রিম পায়ে অভ্যস্ত হয়ে উঠবেন। সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক বলেন, বৃহস্পতিবার সকালে বিনা খরচে তার এই কৃত্রিম পা সংযোজন করা হয়। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গাড়িচালক রাসেল পরিবার নিয়ে ঢাকায় এসেছিলেন ভাল থাকার আশায়। আদাবরে একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের গাড়ি চালানোর কাজ নিয়েছিলেন। এরই মধ্যে গত বছর ২৮ এপ্রিল ঢাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে গ্রীনলাইন বাসের চালকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান তিনি। এতে ক্ষিপ্ত হয়ে বাসের চালক তার পায়ের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন। বিচ্ছিন্ন হয়ে যায় রাসেলের একটি পা। এরপর রাসেলকে পাড়ি দিতে হয়েছে অনেক পথ। অবশেষে কৃত্রিম পা দিয়ে স্বাভাবিকভাবে হাঁটার স্বপ্ন দেখছেন তিনি। রাসেল বলেন, কৃত্রিম পা পেয়ে আমি অনেক খুশি। পা লাগানোর পর আমার আগের জীবনের কথা মনে পড়ে গেল। আজ থেকে আমি আগের মতো হাঁটতে পারব। সেই সঙ্গে আমার নিজের কাজের জায়গায় আবার ফিরে যেতে চাই, যদি আমাকে সেই সুযোগ দেয়া হয়। সিআরপিতে এসে আমি নতুন জীবন খুঁজে পেয়েছি। তাই ধন্যবাদ সিআরপি ও এই সংস্থার সব কর্মকর্তা-কর্মচারীকে। তবে কৃত্রিম পায়ে স্বাভাবিক চলার ছন্দ ফিরে পেতে রাসেলকে অপেক্ষা করতে হবে আরও সপ্তাহ চারেক। দৈনন্দিন কাজের বিষয়গুলো অনুশীলন করাবে সিআরপি। চিকিৎসক শফিক বলেন, রাসেলের জন্য আমরা আমাদের পক্ষ থেকে কিছু করার চেষ্টা করেছি। আমাদের এখানে যে ধরনের সুবিধা দেয়া সম্ভব, তার সবই আমরা তাকে দেব। সিআরপির নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম ও ফিজিওথেরাপি বিভাগের ইনচার্জ ফারজানা শারমিন জানান, কৃত্রিম পা সংযোজনের ফলে রাসেল তার স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস আগামী ২৮ এপ্রিল সপ্তমবারের মতো দেশে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ পালিত হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান।’ খবর বাসসর। ‘উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ/ লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ’ স্লোগানকে প্রতিপাদ্য বিষয় হিসেবে সামনে রেখে গত বছরও ২৮ এপ্রিল দেশব্যাপী পালিত হয়েছে ষষ্ঠ ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’।
×