ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চবিতে ল্যাবরেটরি স্কুল ও কলেজে শিক্ষক সঙ্কট ॥ লেখাপড়া ব্যাহত

প্রকাশিত: ১২:০২, ৪ এপ্রিল ২০১৯

চবিতে ল্যাবরেটরি স্কুল ও কলেজে শিক্ষক সঙ্কট ॥ লেখাপড়া ব্যাহত

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও কলেজ। স্বাধীনতার পর পরই এটি প্রতিষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে এবং নিয়ন্ত্রিতও বটে। তবে ম্যানেজিং কমিটির অব্যবস্থাপনা ও অসহযোগিতার কারণে প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠানটিকে শিক্ষার্থীদের শিক্ষা প্রদানে চরম সঙ্কট চলছে গত আট বছরেরও বেশি সময় ধরে। এই প্রতিষ্ঠানটির বর্তমানে মূল সঙ্কট শিক্ষক। আর যথাযথ সিদ্ধান্ত গ্রহণ না হওয়া। ফলে এ প্রতিষ্ঠানের কর্ণধার অর্থাৎ অধ্যক্ষ ‘ঢাল নেই তলোয়ার নেই নিধিরাম সর্দার’র মতো হয়ে আছেন। জানা গেছে, চবি নিয়ন্ত্রিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গেই পরিচালিত হয়ে আসছিল। পরীক্ষার ফলও বেশ সুনাম কুড়িয়েছে। কিন্তু ২০১২ সাল থেকে এ প্রতিষ্ঠানের শিক্ষক সঙ্কট শুরু হওয়ার পর এতে কোন সমাধান মিলছে না। উল্লেখ করা যেতে পারে, ২০১২ সালে চবির তৎকালীন প্রশাসন আইআইআরটি (ইনস্টিটিউট অব এডুকেশন রিসার্চ এ্যান্ড ট্রেনিং) নামের আরেকটি প্রতিষ্ঠান গড়ে তোলে। যেখান থেকে বেরিয়ে আসবে মানসম্মতভাবে শিক্ষা প্রদানে সক্ষম শিক্ষক। প্রতিষ্ঠার পর তৎকালীন প্রশাসন এক আদেশে চবি ল্যাবটেরি স্কুল এ্যান্ড কলেজের সকল শিক্ষক অর্থাৎ ১৮ জনকে একসঙ্গে আইআইআরটিতে আত্তীকরণ করে। ফলে ল্যাবটেরি স্কুল এ্যান্ড কলেজটি শিক্ষকশূন্য হয়ে যায়। ২০১৫ সালে এ কলেজের চুক্তিভিত্তিক অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেয়েছেন প্রফেসর মোহাম্মদ ফজলুল হক। নিয়োগ পাওয়ার পর থেকে তিনি কলেজে শিক্ষক নিয়োগের জন্য বহুমুখী তৎপরতা চালিয়ে গেলেও তাতে কোন সুফল মিলছে না। খোঁজ নিয়ে জানা গেছে, চবি ভিসি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে তৎপর থাকলেও ম্যানেজিং কমিটির পক্ষে সহযোগিতা দেয়া হচ্ছে না। ফলে সঙ্কট কেবলই ঘনীভূত হচ্ছে। এনটিআরসির পক্ষে ইতোমধ্যে প্রথম দফায় ১৬ শিক্ষক নিয়োগের সিদ্ধান্তও প্রদান করা হয়েছে। কিন্তু ম্যানেজিং কমিটি বিষয়টি কার্যকর করছে না।
×