ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

সা’দ ও তার অনুসারীরা সন্ত্রাসী, এদেশে তাদের ঠাঁই নেই ॥ ঘোষণা জোবায়েরপন্থীদের

প্রকাশিত: ০৪:৩৪, ৮ ডিসেম্বর ২০১৮

  সা’দ ও তার অনুসারীরা সন্ত্রাসী, এদেশে তাদের ঠাঁই নেই ॥ ঘোষণা জোবায়েরপন্থীদের

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৭ ডিসেম্বর ॥ আগামী ১০ ডিসেম্বর সোমবারের মধ্যে টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দান খুলে দেয়ার দাবিতে এবং সা’দপন্থীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে শুক্রবার বাদ জুমা টঙ্গীর কলেজ গেটে জোবায়েরপন্থীদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়, মাওলানা সা’দ এবং তার অনুসারীদের ইজতেমা ময়দানে এবং বাংলাদেশের মসজিদগুলোতে ঢুকতে দেয়া হবে না। সা’দ ও তার অনুসারীরা সন্ত্রাসী। এ দেশে তাদের ঠাঁই নেই। সমাবেশ চলাকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী শত শত যানবাহন দু’দিকে আটকা পড়ে। মহাসড়কের ওপর সমাবেশ চলাকালে প্রায় সোয়া এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পূর্ব ঘোষিত জোবায়েরপন্থী স্থানীয় আলেম মুফতি মাওলানা মাসুদুল করিমের নেতৃত্বে বাদ জুমা অনুষ্ঠিত এ প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সর্বমাওলানা মুফতি মাসুদুল করিম, ইউনুস সাঈদী, জাকির হোসেন, আবুবকর কাসেমী, আনোয়ার হোসেন ফরিদি, জাহাঙ্গীর হোসেন কাসেমী, মোসাদ্দেকুল ইসলাম, নজরুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মিজানুর রহমান, কেরামত আলী ও ইয়াকুব আলী প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন টঙ্গীর পশ্চিম থানায় হামলাকারী সা’দপন্থীদের বিরুদ্ধে মামলা হলেও এখন পর্যন্ত দোষীদের কাউকে গ্রেফতার করা হয়নি। সন্ত্রাসীদের আইনের আওতায় এনে অবিলম্বে বিচারের দাবি জানান তারা। সা’দপন্থী সন্ত্রাসী ওয়াসিকুল-নাসিমদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে বক্তারা বলেন, টঙ্গীর ইজতেমা ময়দানে সা’দ অনুসারীদের কোন জায়গা নেই। আলেমদের নির্দেশেই বিশ্ব ইজতেমা পরিচালিত হবে। বাংলাদেশকে আলেম শূন্য করতে মাওলানা সা’দ ষড়যন্ত্র শুরু করেছিলেন। তার এই হীন প্রচেষ্টা নস্যাৎ হয়ে গেছে। বাংলাদেশে কোন সা’দ বাহিনী থাকবে না। আলেমদের নেতৃত্বেই থাকবে তবলীগ জামাতের বিশ^ ইজতেমা। সমাবেশে বক্তারা আরও বলেন, আগামী সোমবারের মধ্যে বিশ্ব ইজতেমা ময়দান খুলে দিতে হবে। নয়তো আগামী মঙ্গলবারের পর শাইখুল হাদিস আল্লামা আহম্মদ শফির নেতৃত্বে নয়া কর্মসূচী ঘোষণা করা হবে। তারা বলেন, শাপলা চত্বর এবং টঙ্গীর ইজতেমা ময়দানে আলেমরা রক্ত ঝড়িয়েছে। দাবি আদায়ে রাজপথে আরও রক্ত দেয়া হবে। গাজীপুর জেলা হেফাজতে ইসলামের আমির ও সাদবিরোধী আন্দোলনের নেতা মুফতী মাসুদুল করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমা ও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের হোতাদের প্রতিহত করতে হবে। এ দেশের কোন মসজিদে তাদের ঢুকতে দেয়া হবে না। সাদপন্থীরা তবলীগের নামে ইসলামবিরোধী ভ্রান্ত মতবাদ প্রচার করে দ্বীনের ক্ষতি করছে। এটা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, এটা কিশোরগঞ্জ না, এটা ময়মনসিংহ না এটা টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানের এলাকা। আলেমদের ওপর হামলার ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার সমালোচনা করেন তিনি। টঙ্গীর মাছেলা ভিন্ন, টঙ্গীর আওয়ামী লীগ, টঙ্গীর বিএনপি, টঙ্গীর হেফাজত সবাই এক। টঙ্গীর মানুষ বিশ্ব ইজতেমার মেহমানদারি করে। সুতরাং এখানকার আলেমরা ও টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানকে জীবন দিয়ে হেফাজত করবে। উল্লেখ্য, গত ১ ডিসেম্বর তবলীগ জামাতের একাংশ সা’দপন্থীরা ইজতেমা মাঠে অবস্থানরত জোবায়েরপন্থীদের ওপর হামলার ঘটনা ঘটায়। এতে এক মুসল্লি নিহত ও তিনশর ওপর আহত হন।
×