ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সান্তাহারে ৫ দিনেও উদ্ধার হয়নি অপহৃত ছাত্রী

প্রকাশিত: ০৪:২৫, ২৫ নভেম্বর ২০১৮

 সান্তাহারে ৫ দিনেও  উদ্ধার হয়নি  অপহৃত  ছাত্রী

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ নবেম্বর ॥ বগুড়ার সান্তাহারে রাস্তা থেকে স্কুলছাত্রী (১৩) অপহণের ৫ দিনেও পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার এবং অপহরণকারী ও তার সাঙ্গপাঙ্গদের গ্রেফতার করতে পারেনি। মেয়ে হারিয়ে সংখ্যালঘু পরিবার অনেকটা বাকরুদ্ধ। অপহরণকারীদের রক্ষা করতে তাদের গডফাদার সান্তাহার শহরের প্রভাবশালী এক ব্যবসায়ীর কলকাঠি নাড়া এবং পুলিশের ঢিলেমিতে সংখ্যালঘু সমাজ ক্ষুব্ধ-বিক্ষুব্ধ। অপহরণের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধায় সান্তাহার পৌর শহরের তারাপুর গ্রামের মন্দির এলাকায়। জানা গেছে, তারাপুর সংলগ্ন কাশিপুর গ্রামের সংখ্যালঘু কৃষক শ্রী তপেস বাগচির মেয়ে সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। সে সদ্যসমাপ্ত জেএসসি পরীক্ষার্থীনি। স্কুল ও প্রাইভেটে আসা যাওয়ার সময় সান্দিড়া গ্রামের রিক্সাচালক আব্দুস সামাদের বখাটে ছেলে ট্রাক্টরচালক সাদ্দাম হোসেন ওই ছাত্রীকে প্রেম নিবেদনসহ নানাভাবে উত্ত্যক্ত করে থাকে। সে এর প্রতিবাদ করলে বেজায় ক্ষিপ্ত হয়ে উঠে বখাটে সাদ্দাম হোসেন। মঙ্গলবার ওই ছাত্রী প্রাইভেট পড়ে বাড়িতে ফিরছিল। খবর পেয়ে বখাটে সাদ্দাম তার ৪ সহযোগীসহ ২ মোটরসাইকেল নিয়ে ওই ছাত্রীর পিছু নেয় এবং তারাপুর গ্রামের মন্দিরের কাছে থেকে জোরপূর্বক ওই ছাত্রীকে অপহরণ করে। বুধবার রাতে অপহৃতের বাবা বাদী হয়ে ৬ জনকে আসামি করে আদমদীঘি থানায় মামলা করে।
×