ঢাকা, বাংলাদেশ   সোমবার ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনর্ভর্তি পরীক্ষা আজ

প্রকাশিত: ০৪:৪১, ১৬ নভেম্বর ২০১৮

ঢাবি ‘ঘ’ ইউনিটের পুনর্ভর্তি পরীক্ষা আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতির অভিযোগে বাতিল হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের অধীনে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর পুনর্ভর্তি পরীক্ষা আজ শুক্রবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। গত ১২ অক্টোবর অনুষ্ঠিত ‘ঘ’ ইউনিটের পরীক্ষায় উত্তীর্ণ ১৮ হাজার ৪৬৩ শিক্ষার্থী পুনরায় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। উক্ত ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মোট ১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, বাণিজ্য, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে মোট ১,৬১৫টি আসনের বিপরীতে ১৮ হাজার ৪৬৩ শিক্ষার্থী পুনর্ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ভর্তি পরীক্ষার সিট-প্ল্যান admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে।
×