ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সাবেক স্কুলশিক্ষক

প্রকাশিত: ০৪:৩৩, ২১ জুলাই ২০১৮

 গাজীপুরে সাবেক স্কুলশিক্ষক

স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কাপাসিয়ায় নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর অবসরপ্রাপ্ত একস্কুল শিক্ষকের লাশ একটি খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম মজিবুর রহমান (৭০)। তিনি কাপাসিয়া উপজেলার উত্তর খামের গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। মজিবুর রহমান কাপাসিয়ার তরগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক ও নিহতের ছেলে শামসুল আলম জানান, কাপাসিয়া উপজেলার উত্তর খামের গ্রামের বাড়ি থেকে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে বের হন সাবেক স্কুল শিক্ষক মজিবুর রহমান। এরপর থেকে তিনি নিখোঁজ হন। স্বজনরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। নিখোঁজের প্রায় ৩৮ ঘণ্টা পর বৃহস্পতিবার রাতে স্থানীয় বেগুনহাটি এলাকার কড়িহাতা বেইলি ব্রিজের পার্শ্ববর্তী খালে ওই শিক্ষকের লাশ দেখতে পায় এলাকাবাসী। . নেত্রকোনায় যুবক খুন নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, জেলার কেন্দুয়া উপজেলার ডাউকি গ্রামে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। তার নাম জুয়েল মিয়া (২০)। সে ওই গ্রামের সাবিজ মিয়ার ছেলে। শুক্রবার সকালে ডাউকি উত্তরপাড়ার মসজিদের পাশ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। জানা গেছে, জুয়েল মিয়া গত বছর কিশোরগঞ্জের আলী নেওয়াজ খান কলেজ থেকে এইচএসসি পাস করার পর থেকে বিদেশে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। শুক্রবার সকালে স্থানীয়রা উত্তরপাড়ার মসজিদ সংলগ্ন রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে কেন্দুয়া থানা থেকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। . নওগাঁয় ডাকাত নিজস্ব সংবাদদাতা নওগাঁ থেকে জানান, শুক্রবার সকালে পত্নীতলা উপজেলার শিহাড়া ইউপির আমন্তখাড়ি এলাকা থেকে আনোয়ার হোসেন মুন্নাফ (৪০) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের দাবি সে এলাকার একজন দুর্ধর্ষ ডাকাত। মৃত আনোয়ার হোসেন উপজেলার শিহাড়া ইউপির কৈবর্ত্যখ-- সরকারপাড়া এলাকার জহীর উদ্দীনের ছেলে। জানা গেছে, উপজেলার শিহাড়া ইউপির আমন্ত খাড়ি এলাকায় শুক্রবার ভোরে তার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
×