ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

বালাইনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিতে আইন পাস

প্রকাশিত: ০৫:১২, ৩ জুলাই ২০১৮

বালাইনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিতে আইন পাস

সংসদ রিপোর্টার ॥ কৃষি উপকরণ বালাইনাশকের নিয়ন্ত্রিত ব্যবহার ও সঠিক মাত্রায় প্রয়োগ নিশ্চিত করতে জাতীয় সংসদে উত্থাপিত ‘বালাইনাশক (পেস্টিসাইডস) বিল, ২০১৮’ পাস হয়েছে। বিলে মানহীন বালাইনাশক বিক্রি ও মিথ্যা ওয়ারেন্টি দেয়ার দায়ে এক লাখ টাকা জরিমানা ও এক বছরের কারাদ-ের বিধান রাখা হয়েছে। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সোমবার সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। বিলের বিরোধিতা করে জাতীয় পার্টির কয়েকজন সংসদ সদস্য জনমত যাচাই-বাছাই ও সংশোধনী প্রস্তাব আনলেও তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বিলে বলা হয়েছে, নিবন্ধন ছাড়া বালাইনাশক আমদানি, উৎপাদন, তৈরি, মজুদ, মোড়কজাতকরণ, বিক্রি, বাণিজ্যিকভিত্তিতে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করার পদ্ধতি এবং বিজ্ঞাপন প্রচার করা যাবে না। মানহীন, ভেজাল ও মানবদেহের জন্য ক্ষতিকর বালাইনাশক বিক্রি ও মজুদ করা হলে নিবন্ধন বাতিলসহ এক বছরের কারাদ- ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। একই অপরাধ পুনরায় করলে দুই লাখ টাকা জরিমানা ও দুই বছরের কারাদ-ের বিধান রাখা হয়েছে। নিবন্ধনের জন্য লাইসেন্সি প্রতিষ্ঠানকে বালাইনাশকের ব্র্যান্ড সম্পর্কে বিবরণ দেয়ার পাশাপাশি এই ব্র্যান্ড ভেজাল ও নকল নয় এবং আগাছা ছাড়া উদ্ভিদ, প্রাণীকূল বা মানবদেহের জন্য ক্ষতিকর নয়-এমন প্রতিশ্রুতি দিতে হবে। বালাইনাশক ব্র্যান্ডের নিবন্ধনের মেয়াদ হবে তিন বছর। বালাইনাশক আমদানি ও বিক্রির মেয়াদ হবে দুই বছর।
×