ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুদকে নয়া কমিশনার হিসেবে যোগ দিলেন মোজাম্মেল হক খান

প্রকাশিত: ০৫:১২, ৩ জুলাই ২০১৮

দুদকে নয়া কমিশনার হিসেবে যোগ দিলেন মোজাম্মেল হক খান

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন মোজাম্মেল হক খান। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য অবসরে যাওয়া এ সিনিয়র সচিব সোমবার সকালে কমিশনার হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে যোগদান করেন। গত ২৬ জুন দুদক কমিশনার ড. নাসিরউদ্দীন আহমেদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়া এই পদটি শূন্য ছিল। তার বিপরীতে তিনি এ পদে যোগদান করেন। যোগদানকালে দুদকের প্রধান কার্যালয়ে প্রধান ফটক থেকে দুদক সচিব ড. শামসুল আরেফিনসহ উর্ধতন কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। রবিবার সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে পাঁচ বছরের জন্য এ পদে নিয়োগ দেয়া হয়। মোজাম্মেল হক খান ১৯৫৯ সালের ৩ নবেম্বর মাদারীপুর জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রীধারী মোজাম্মেল হক মিসরের সিডিসি থেকে এসডি (পপুলেশন এ্যান্ড ডেভেলপমেন্ট) ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি বিসিএস ১৯৮২ সালের নিয়মিত ব্যাচে (প্রশাসন) ক্যাডারের সদস্য হিসেবে সরকারী চাকরিতে যোগদান করেন। চাকরি জীবনে মাঠপর্যায়ে ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উপসচিব, যুগ্মসচিব, অতিরিক্ত সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
×