ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাল ভিসা ॥ প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত স্বামী-স্ত্রী

প্রকাশিত: ০৬:৩৮, ৩০ মে ২০১৮

জাল ভিসা ॥ প্রতিবাদ করতে গিয়ে প্রহৃত স্বামী-স্ত্রী

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে জাল ভিসায় প্রতারিত হয়ে টাকা ফেরত চাওয়া স্বামী-স্ত্রীর উপর হামলা করেছে আদম ব্যাপারী ও তার লোকজন। আহত স্বামী-স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সিরাজদিখানের রামানন্দ গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, সিরাজদিখান উপজেলার চন্দনধুল গ্রামের নূর মোহাম্মদের পুত্র মোতালেব দেওয়ান ও তার স্ত্রী শামীমা আক্তার চায়না দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিল। পরিচয় হয় একই উপজেলার রামানন্দ গ্রামের কালাই মিয়ার পুত্র আদম ব্যাপারী বলে খ্যাত বশির মিয়ার সঙ্গে। বশির তাদের কুয়েতে পাঠানোর কথা বলে পাসপোর্ট ও আনুসঙ্গিক কাগজপত্র জমা নেয়। প্রায় মাস দুই পূর্বে বশির জানায় তাদের ভিসা চলে এসেছে। এখন টাকা লাগবে। ভিসা দেখে তারা বশিরকে ৪ লাখ ২০ হাজার টাকা দেয়। পরবর্তীতে তারা ভিসাটি অনলাইনে পরীক্ষা করে দেখতে পায় তাদের নামে কুয়েতের কোন ভিসা ইস্যু হয়নি। যে ভিসাটি দেয়া হয়েছে সেটি একটি জাল বা নকল ভিসা। এ নিয়ে তারা বশিরের সঙ্গে দেখা করা চেষ্টা করে। তাদের টাকা ফেরত দিতে বশিরকে চাপ দিতে থাকে। মঙ্গলবার সকাল ৯টার দিকে তারা বশিরের রামানন্দ গ্রামের বাড়িতে টাকা চাইতে গেলে বশির ও তার লোকজন মোতালেব ও তার স্ত্রীর উপর হামলা চালায় ও ব্যাপক মারধর করে। এতে উভয়ই গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
×