ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

রাজনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের ইফতার

প্রকাশিত: ০৭:২৫, ২০ মে ২০১৮

 রাজনীতিকদের সঙ্গে বিএনপি নেতাদের ইফতার

বিডিনিউজ ॥ রাজনীতিকদের নিয়ে ঢাকার লেডিস ক্লাবে ইফতার করেছেন বিএনপি নেতারা। শনিবার দ্বিতীয় রোজায় বিএনপির এই আয়োজনে দলীয় চেয়ারপার্সন কারাবন্দী খালেদা জিয়ার অনুপস্থিতিতে মঞ্চে তার আসন শূন্য রাখা হয়। মঞ্চে খালেদা জিয়ার শূন্য চেয়ারের দুই পাশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা ছিলেন। অতিথি সারিতে বসে ইফতার করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আ স ম আবদুর রব, তার স্ত্রী তানিয়া রব, সাধারণ সম্পাদক আবুল মালেক রতন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, বিকল্পধারা বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুকসহ বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ। রাজনীতিবিদদের স্বাগত জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীল বলেন, প্রতি বছর আমরা এই ইফতারের আয়োজন করি। এই ইফতারের কেন্দ্রবিন্দুতে থাকেন, ১৬ কোটি মানুষের প্রিয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া। আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত নেই। এই সরকারের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় কারাগারের অন্ধ প্রকোষ্ঠে আজকে তাকে ইফতার করতে হচ্ছে। আমরা সবাই সেজন্য আজকে ভারাক্রান্ত। দেশের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিকল্পধারা সভাপতি বি চৌধুরী। তিনি বলেন, আজকে বিএনপির নেতারা বেশি না হলেও কর্মীদের ভয়ে বুক কাঁপে দুরু দুরু করে। কাঁপবে না কেন? তারা তাদের ভবিষ্যত নিয়ে শঙ্কিত। কি হবে যদি আবার সরকারী দল ক্ষমতায় আসে- এবারে আমাদের কি হবে? এটা স্বাভাবিক শঙ্কা। অভিজ্ঞতায় বলে খুব সুবিধা হবে না। ইফতারে আরও অংশ নেন ২০ দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিশ, বিজেপি, জাতীয় পার্টি (কাজী জাফর), এলডিপি, কল্যাণ পার্টি, এনপিপি, এনডিপি, লেবার পার্টি, মুসলিম লীগ, ন্যাপ-ভাসানী, বাংলাদেশ ন্যাপ, সাম্যবাদী দল, পিপলস লীগ, ইসলামিক পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, ডিএলের নেতৃবৃন্দ। খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী নজরুল ইসলাম মনজুও ইফতারে ছিলেন। ইফতারের আগে কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি ও লন্ডনে অবস্থানরত দলের ভাইস চেয়ারম্যান তারেক রহমানের আরোগ্য লাভসহ দেশের অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়।
×