ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে ত্বকী হত্যার বিচার দাবিতে সমাবেশ

প্রকাশিত: ০৮:১৩, ১০ মার্চ ২০১৮

নারায়ণগঞ্জে ত্বকী  হত্যার বিচার  দাবিতে সমাবেশ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ৫ বছর উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরীর ২নং রেল গেট এলাকায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রাজনৈতিক ব্যক্তিত্ব পঙ্কজ ভট্টাচার্য বলেছেন, ত্বকী হত্যার বিচার বন্ধ করতে অঘোষিত ইনডেমনিটি ও অঘোষিত প্রতিবন্ধকতা বিচার ব্যবস্থার ওপর চাপিয়ে দেয়া হচ্ছে। এটা দুঃখজনক। এটা মেনে নেবে না জাতি। অতীতে কখনও মেনে নেয়নি। এছাড়াও বক্তারা বলেন, রফিউর রাব্বিকে দমন করতেই ত্বকীকে হত্যা করা হয়েছে। গত ৫ বছর ধরে এ হত্যাকািন্ডের বিচার হচ্ছে না। প্রতি মাসেই ত্বকী হত্যার বিচারের জন্য আবেদন জানানো হচ্ছে। কিন্তু বিচার হচ্ছে না। বক্তারা ত্বকী হত্যার বিচার দাবি করেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নিহত ত্বকীর পিতা রফিউর রাব্বি’র সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ও গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
×