ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পটিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা ॥ দুর্ঘটনার আশঙ্কা

প্রকাশিত: ০৫:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

পটিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা ॥ দুর্ঘটনার আশঙ্কা

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ২২ ফেব্রুয়ারি ॥ ঝুঁকিপূর্ণ একটি ভবনে চট্টগ্রামের পটিয়ায় চিকিৎসা সেবা চলছে। ফলে যে কোন মুহূর্তে উপজেলার হাইদগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার সকালে হঠাৎ ভবনের ছাদের কিছু অংশ ভেঙ্গে পড়লে চিকিৎসা নিতে আসা রোগীরা ভয়ে পালিয়ে যায়। ভবন ঝুঁকির কারণে সেখানকার ডাক্তারও আতঙ্কে রয়েছেন। ২০১৭ সালের ৯ এপ্রিল স্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী মেডিক্যাল অফিসার ইয়াসমিন আকতার পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বরাবরে একটি আবেদনও করেছেন। পাশাপাশি পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরীকে অবগত করেন। দীর্ঘদিন ধরে হাইদগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র সংস্কার কিংবা নতুন ভবন না হওয়ায় এই নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ করেন। জানা গেছে, পটিয়া উপজেলা ও পার্শ্ববর্তী কর্ণফুলী উপজেলায় ১৭টি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র রয়েছে। তার মধ্যে খুবই ঝুঁকিপূর্ণ পটিয়া উপজেলার হাইদগাঁও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভবন। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে প্রায় ৪০ হাজার লোকজন ছাড়াও পার্শ্ববর্তী কচুয়াই ও কেলিশহর এলাকা থেকে রোগীরা প্রতিদিন চিকিৎসা নিতে আসেন। এখানে বিনামূল্যে মা ও শিশু স্বাস্থ্য সেবা, পরিবার পরিকল্পনা সেবা প্রদান করা হয়। ঝুঁকিপূর্ণ কেন্দ্র পুনর্নির্মাণের আবেদন করার পর পটিয়া উপজেলার মেডিক্যাল অফিসার ডাঃ সৌমেন মিত্র পরিবার পরিকল্পনার উপ-পরিচালক বরাবরে একটি সুপারিশ করেন।
×