ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলো বাল্যবিবাহ বন্ধে বাংলাদেশের ক্যাম্পেন

প্রকাশিত: ০৩:৫৩, ২৪ ডিসেম্বর ২০১৭

আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হলো বাল্যবিবাহ বন্ধে বাংলাদেশের ক্যাম্পেন

সম্প্রতি ‘এ্যাকোলেড গ্লোবাল ফিল্ম কম্পিটিশন’ পুরস্কৃত হয়েছে বাল্যবিবাহ বন্ধে বাংলাদেশের দুটি পাবলিক সার্ভিস এ্যানাউন্সমেন্ট (পিএসএ)। ২০১৭ সালে প্রচারিত ‘বাল্যবিবাহ রুখতে হলে, আওয়াজ তোলো তালে তালে’ স্লোগানের এই ‘ঢোল’ ক্যাম্পেনটি ন্যাশনাল মাল্টিমিডিয়া ইনিশিয়েটিভ ফর এন্ড চাইল্ড ম্যারেজ’র অংশ, তৈরি হয়েছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়, ইউনিসেফ, ইউএনএফপিএ এবং অন্যান্য উন্নয়ন সহযোগীর যৌথ উদ্যোগে। বাংলাদেশে বাল্যবিবাহের হার বিশ্বের অন্যতম সর্বোচ্চ। যদিও এই সংখ্যা ধীরে ধীরে কমছে তবুও দেশের অসংখ্য অঞ্চলে বাল্যবিবাহ এখনও সামাজিকভাবে স্বীকৃত। এর পেছনে প্রধান কারণ দারিদ্র্য, মেয়েদের নিরাপত্তা এবং সামাজিক রীতি। বাল্যবিবাহ গ্রহণযোগ্য নয় এবং বাল্যবিবাহ রুখতে প্রত্যেকেরই দায়িত্ব আছে ‘ঢোল’ ক্যাম্পেনের মাধ্যম এই সচেতনতাই তৈরি করা হয়েছে। পুরস্কারপ্রাপ্ত পিএসএ দুটি এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লিমিটেডের ক্রিয়েটিভ ডিরেকশনে নির্মিত হয়েছে। পাবলিক সার্ভিস এ্যানাউন্সমেন্ট এবং কন্টেমরারি ইস্যুস/এ্যাওয়ারনেস রেইজিং এই দুই ক্যাটাগরিতে পিএসএ দুটিকে পুরস্কৃত করা হয়। -বিজ্ঞপ্তি।
×