ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না ॥ ফখরুল

প্রকাশিত: ০৭:৪২, ২৩ সেপ্টেম্বর ২০১৭

জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় ঐক্য ছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভবনের স্বাধীনতা হলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার দশম কারামুক্তি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ফখরুল বলেন, এককভাবে আপনি আপনার রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কাজ করবেন আর সেখানে যদি পুরো জাতিকে সম্পৃক্ত না করেন তাহলে রোহিঙ্গা সমস্যা সমাধান করা অত্যন্ত দুরূহ ব্যাপার হয়ে যাবে। কারণ আপনি রোহিঙ্গা ইস্যুর মূল জায়গাটিতে যাচ্ছেন না। ফখরুল বলেন, এ সরকার জনগণের সমর্থন হারিয়েছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য তারা অভ্যন্তরীণভাবে একনায়কতন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করেছে। অনেক সময় বয়ে গেছে, অনেক রক্ত ঝরেছে, অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক সন্তন তার পিতা হারিয়েছে, তাই সংঘাতে না গিয়ে আসুন আলাপ-আলোচনার মাধ্যমে, সংলাপ ও সমঝোতার মাধ্যমে দেশে যেন নিরপেক্ষ নির্বাচন হয় সে ব্যবস্থা করি। বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি নিরপেক্ষ নির্বাচনের পথ বের করতে হবে। আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, তথ্য ও গবেষণাবিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আওয়াল খান, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক এবিএম রুহুল আমিন প্রমুখ। পচা চাল আমদানিতে সরকারের রাঘববোয়ালরা জড়িত ॥ রিজভী থাইল্যান্ড থেকে পচা চাল আমদানির নেপথ্যে সরকারের রাঘববোয়ালরা জড়িত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। রিজভী বলেন, থাইল্যান্ড থেকে আমাদানি করা চালগুলো একবারেই খাওয়ার অনুপযোগী এবং অত্যন্ত নিম্নমানের। যেহেতু পচা চালের ঘটনা ফাঁস হয়ে গেছে তাই এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এগুলো খালাস করা যাবে না। খাদ্য বিভাগ চালগুলো ফিরিয়ে নিতে বলেছে। পচা চাল আমদানির পেছনে আরও কী কী রহস্য রয়েছে তা দ্রুত তদন্ত করে বের করা উচিত। রিজভী বলেন, পচা চাল আমদানির মাধ্যমে সরকার জনগণের ক্ষুধা নিয়ে তামাশা করেছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব-উন-নবী খান সোহেল, আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া প্রমুখ।
×