ঢাকা, বাংলাদেশ   বুধবার ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

লালমনিরহাটে কলেজছাত্র

প্রকাশিত: ০৪:৩০, ৪ আগস্ট ২০১৭

লালমনিরহাটে কলেজছাত্র

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট থেকে জানান, নিখোঁজের ১৩ দিন পর বৃহস্পতিবার দুপুরে তিস্তা নদীতে কলেজছাত্র শুভর (১৬) লাশ ভেসে ওঠে। কলেজছাত্র তৌহিদুল ইসলাম শুভ (১৬) জেলা শহরের বালাটারী গ্রামের শওকত সিকদারের ছেলে। সে লালমনিরহাট সরকারী কলেজের ছাত্র ছিল। গত ২১ জুলাই ৫ বন্ধু মিলে তিস্তা নদীতে গোসল করতে যায়। ওই দিন শুভ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। সিরাজগঞ্জে ছয় শ’মেয়ে শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের ৯৪ শিক্ষাপ্রতিষ্ঠানের ছয় শ’ মেয়ে শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেছেন। আগস্ট মাসে শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় নিয়ে নারীর ক্ষমতায়নে বাল্যবিবাহ রোধে এ সাইকেল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ফিতা কেটে সবার জন্য শুভকামনা করে কর্মসূচীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেজ নাতনি আলীজা অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাইকেল চালিয়ে মেয়ে শিক্ষার্থীদের র‌্যালিতে অংশ নেন। এ উপলক্ষে সিরাজগঞ্জ সরকারী কলেজ মাঠে এক সমাবেশের আয়োজন করা হয়। সদর উপজেলা পরিষদ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার মাশরুর হোসেন। সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি।
×