ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় নদীর পাড় কাটার হিড়িক ॥ মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৬:৩৯, ২১ জুন ২০১৭

নওগাঁয় নদীর পাড় কাটার হিড়িক ॥ মাটিচাপায় শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ জুন ॥ রাণীনগরে চলছে ছোট যমুনা নদীর পাড়সংলগ্ন জায়গা থেকে অবৈধভাবে মাটি কাটা ও বিভিন্ন স্থান থেকে বালু তোলার মহোসৎব পড়ে গেছে। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। তাই দিন দিন ঝুঁকির দিকে যাচ্ছে নদীর পাড় এলাকা। আর জীবিকার তাগিদে এ ঝুঁকিপূর্ণ কাজ করতে গিয়ে প্রাণ হারাচ্ছে সাধারণ খেটে খাওয়া দিনমজুররা। আর এ অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের পেছনে সংশ্লিষ্ট বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তার ইন্ধন রয়েছে বলেও বিস্তর অভিযোগ রয়েছে। এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়ছে ওই সব সাধারণ দিনমজুরের পরিবার। আর ফায়দা লুটছে স্থানীয় প্রভাবশালীরা। তারা সরকারীভাবে লিজ না নিয়েই প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবাধে নদীর তীর থেকে কাটছে মাটি ও উত্তোলন করছে বালু। এতে করে ঝুঁকির মুখে পড়ছে নদীর পার। সম্প্রতি অবৈধভাবে নদীর বুক থেকে জেগে ওঠা উঁচু জমি থেকে মাটি কাটতে গিয়ে উজ্জল সরদার (৩২) নামে এক শ্রমিকের মাটিচাপায় মৃত্যু হয়। শনিবার সদর উপজেলার পার-বাঁকাপুর এ ঘটনা ঘটে। অবশেষে অর্থের বিনিময়ে ওই মৃত্যুর ঘটনাটি রফা হলে ওইদিন সন্ধ্যায় উজ্জলের লাশ দাফন করা হয়। মৃত-উজ্জল সরদার রাণীনগর উপজেলার কাশিমপুর উত্তরপাড়া গ্রামের হাবিব সরদারের ছেলে। ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২০ জুন ॥ মঙ্গলবার বেলা ১১টায় নিয়ামতপুরে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ গেট সংলগ্ন উপজেলা প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে এই ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করেন, রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মোঃ মাহফুজুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ এনামুল হক, সহকারী কমিশনার (ভূমি) শাহিন রেজা ও থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম খান। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে সুধীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবে সোলার প্যানেল স্থাপন নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ২০ জুন ॥ ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুত’-এরই আলোকে দুর্গাপুর প্রেসক্লাবে নতুন সোলার প্যানেল স্থাপন করা হয়েছে মঙ্গলবার। সরকারী অনুদানে এই সোলার প্যানেল স্থাপন করেন ইনজেন টেকনোলোজি লিঃ এর ব্যবস্থাপনায় উক্ত সংস্থার প্রতিনিধি গৌরাঙ্গ ঘরামী। এর তত্ত্বাবধানে সোলার প্যানেলটি স্থাপন করা হয়। সোলার প্যানেল স্থাপনের পর সুইস টিপে বাতি প্রজ্বলন করেন যৌথভাবে দুর্গাপুর পেসক্লাবের সভাপতি নিতাই সাহা ও সাধারণ সম্পাদক জামাল তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাহাদাত হোসেন কাজল, সিনিয়র সাংবাদিক সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
×