ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে হাতাহাতি

প্রকাশিত: ০৪:৪৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৭

চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে হাতাহাতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলনে হাতাহাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ থানার একটি কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক অনুসারীরা মুখোমুখি অবস্থান গিয়ে পাল্টাপাল্টি স্লোগান দেয়। কাউন্সিলর ও ডেলিগেট কার্ড না পেয়ে বাইরে অবস্থান করতে হয় শতাধিক নেতাকর্মীকে। প্রবেশাধিকার বঞ্চিতরা প্রধান অতিথির গাড়ি আটকে দিয়ে তাদের অভিযোগ তুলে ধরে। তারা ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ বাধা দিলে হয় ধাক্কাধাক্কি এবং হাতাহাতি। নগর মহিলা আওয়ামী লীগের সম্মেলন সর্বশেষ ১৯৯৮ সালে সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এতে নিলুফার কায়সার সভাপতি এবং তপতী সেনগুপ্তা সাধারণ সম্পাদক হন। নিলুফার কায়সার অসুস্থ হয়ে পড়লে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী হাসিনা মহিউদ্দিন। কিছুদিন পর কমিটির সিনিয়র সহ-সভাপতি নমিতা আইচ ও সাধারণ সম্পাদক তপতী সেনগুপ্তার নেতৃত্বে একটি অংশ হাসিনা মহিউদ্দিনের বিরুদ্ধে সক্রিয় হন। নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে নগর মহিলা আওয়ামী লীগের এ সম্মেলনে যোগ দিতে বেলা ১০টার দিকে যান তপতী সেনগুপ্তার অনুসারীরা। কিন্তু কাউন্সিলর ও ডেলিগেট কার্ড না থাকায় তাদের প্রবেশাধিকার বাধাপ্রাপ্ত হয়। আগে থেকেই সম্মেলনস্থলে অবস্থান নেন হাসিনা মহিউদ্দিন অনুসারীরা। তপতী অনুসারী নেতাকর্মীদের কাউন্সিলর ও ডেলিগেট কার্ড দেয়া হয়নি। কার্ড না পেয়ে তাদের বাইরেই অবস্থান করতে হয়। বেলা ১১টার দিকে সম্মেলনে প্রধান অতিথি আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন্নেসা ইন্দিরা এমপি এবং উদ্বোধক মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বেগম সাফিয়া খাতুন আসেন। বিক্ষুব্ধ অংশ তখন অতিথিদের গাড়ি আটকে দিয়ে প্রতিবাদ জানাতে থাকে।
×