ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

লাহোরে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৩

প্রকাশিত: ০৮:৩১, ১৪ ফেব্রুয়ারি ২০১৭

লাহোরে আত্মঘাতী বোমা হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ১৩

জনকণ্ঠ ডেস্ক ॥ পাকিস্তানের লাহোরে আত্মঘাতী বোমা হামলায় ছয় পুলিশ কর্মকর্তাসহ ১৩ জন নিহত এবং কমপক্ষে ৮৫ জন আহত হয়েছে। পাঞ্জাব এ্যাসেম্বলির বাইরে বিক্ষোভের সময় এ হামলার ঘটনা ঘটে। সোমবার সন্ধ্যা ছয়টার দিকে এ হামলা চালানো হয় বলে জানান পুলিশ। নিষিদ্ধঘোষিত তেহরিক-ই তালেবানের (টিটিপি) শাখা জামাত-উল-আহরার এ হামলার দায় স্বীকার করেছে। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। খবর ডন অনলাইনের। পাঞ্জাব পুলিশের আইজি মুশতাক আহমাদ সুখেরা জানান, আত্মঘাতী হামলায় ছয় পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন উর্ধতন পুলিশ কর্মকর্তা রয়েছেন। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়। নিহতদের মধ্যে পাঞ্জাব পুলিশের এসএসপি অপারেশন্স জাহিদ গোন্দাল এবং ডিআইজি লাহোর ট্রাফিক ক্যাপ্টেন (অব) আহমাদ মবিন রয়েছেন। পাঞ্জাব প্রাদেশিক পরিষদের সামনে বিপুলসংখ্যক কেমিস্ট এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোকজন অবৈধ ওষুধ বিক্রির বিরুদ্ধে সরকারের অভিযানের প্রতিবাদে বিক্ষোভ করতে জড়ো হন। এ সময় সেখানে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। যখন আত্মঘাতী হামলা চালানো হয় তখন সেখানে চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। হামলার পর দ্রুত ঘটনাস্থলে উদ্ধারকারী দল, এ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হন। লাহোরের সব হাসপাতালে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। হতাহত বেশিরভাগকে মায়ো হাসপাতাল ও গঙ্গারাম হাসপাতালে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ন্যক্কারজনক এ হামলার নিন্দা জানিয়ে বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি নিহত পুলিশ কর্মকর্তাদের আত্মত্যাগের প্রশংসা করেন।
×