ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

চন্দনাইশে স্ত্রীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৪:০৬, ১১ জানুয়ারি ২০১৭

চন্দনাইশে স্ত্রীকে কুপিয়ে হত্যা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ এলাকায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে স্বামী। নিহত শাহিন আক্তার (৩৫) ওই এলাকার জনৈক আবু তৈয়বের স্ত্রী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, দুপুর আড়াইটার দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আবু তৈয়ব ধারালো অস্ত্র নিয়ে কোপায় স্ত্রী শাহিনকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এই গৃহবধূকে মৃত ঘোষণা করেন। ঘাতক স্বামী তৈয়ব পুলিশী হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বাউফলে হাত-পা বাঁধা শিক্ষকের লাশ নিজস্ব সংবাদদাতা, বাউফল থেকে জানান, কারখানা নদীর আপালকাঠি চর থেকে হাত-পা বাঁধা অবস্থা আবদুল লতিফ (৫৫) নামের এক শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। জানা গেছে, সোমবার রাত পৌনে ১২টার দিকে আবদুল লতিফ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরের দিন কারখানা নদীর আপালকাঠি চর থেকে তার হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। এ সময় তার কোমরের সাথে রশি দিয়ে একটি কলস বাঁধা ছিল। সাতক্ষীরায় গৃহবধূর লাশ স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা থেকে জানান, নিখোঁজের তিনদিন পর কলারোয়ার চান্দুড়িয়া সীমান্তের ইছামতি নদী থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এই লাশ উদ্ধার করে। নিহত গৃহবধূর নাম আমেনা খাতুন (১৮)। সে কলারোয়া উপজেলার গোয়ালপাড়া গ্রামের আব্বাস গাজীর মেয়ে ও একই উপজেলার চান্দুড়িয়া গ্রামের ওমর আলীর স্ত্রী। যৌতুকের দাবিতে নির্যাতনের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হয় বলে পুলিশের ধারণা । এ ঘটনায় পুলিশ নিহতের শাশুড়ি আনোয়ারা বেগমকে আটক করেছে। নোয়াখালীতে যুবককে গলাকেটে হত্যা নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ১০ জানুয়ারি ॥ চাটখিল উপজেলার পরকোট ইউনিয়নের দশঘরিয়া বাজারে পূর্ববিরোধের জের ধরে পুণ্যচন্দ্র দাস (৩২) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলাম নামে এক যুবককে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দিয়েছে। নিহত পুণ্যচন্দ্র দাস দক্ষিণ দশঘরিয়া গ্রামের প্রিয়লাল চন্দ্র দাসের ছেলে। জানা গেছে, পুণ্য ও সাইফুলদের একই বাড়ি। একটি সাইকেল চুরির ঘটনা নিয়ে সাইফুল ও পুণ্যের মধ্যে পূর্ববিরোধ ছিল।
×