ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

৮১’র চেয়ে ২০১৭ সালের শেখ হাসিনা বহুগুণ শক্তিশালী ॥ কাদের

প্রকাশিত: ০৭:৪৮, ৬ জানুয়ারি ২০১৭

৮১’র চেয়ে ২০১৭ সালের শেখ হাসিনা বহুগুণ শক্তিশালী ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও ভেতরে ভেতরে সংঘাতের উস্কানি দিচ্ছে। তারা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। ১৯৮১ সালের চেয়ে ২০১৭ সালে শেখ হাসিনা বহুগুণ শক্তিশালী। শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দেয়া হবে। বৃহস্পতিবার রাতে রাজধানীর আজিমপুর গার্লস স্কুলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জনসভা সফল করতেই এই কর্মীসভার আয়োজন করা হয়। ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপি যদি কোন নির্বাচনে অংশ না নেয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্র কি থেমে থাকবে? বিএনপি নির্বাচনে অংশ না নিলেও নির্বাচনী প্রক্রিয়া কখনই থেমে থাকবে না। তারা নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, এখন সেই খেসারত দিচ্ছে। আমরা বিএনপিকে বলব- ষড়যন্ত্রের রাজনীতি ছেড়ে গণতন্ত্রের পথে রাজনীতি করুন।
×