ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রক্ত পরিবহনে ড্রোন

প্রকাশিত: ০৬:০৪, ১৫ ডিসেম্বর ২০১৬

রক্ত পরিবহনে ড্রোন

দুর্গম পাহাড়ী অঞ্চলে প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোন কারণে বহু লোক অসুস্থ হয়ে পড়েছে। জরুরী রক্ত পাঠাতে হবে। কিন্তু যুতসই যানের অভাবে তা পারা যাচ্ছে না। এসে গেছে সমাধান। এই সব অঞ্চলে দ্রুত রক্ত পৌঁছে দেবে ড্রোন বিমান। ড্রোনকেই এইসকল অঞ্চলে সহজে রক্ত পাঠানোর প্রধান বাহন মানছেন বিজ্ঞানীরা। বাল্টিমোরের ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সহযোগী অধ্যাপক ড. টিমোথি আমুকেলা বলেন, দুর্গম এলাকায় জরুরী প্রয়োজনে রক্ত পাঠাতে ড্রোন বিমান কার্যকর ও সঠিক বাহন হতে পারে। এতে অনেক আহতের জীবন বাঁচানো সম্ভব হতে পারে। তিনি বলেন, দুর্ঘটনাস্থল থেকে পাওয়া আহতের রক্তের গ্রুপ জানার পরই ড্রোন বিমান দ্রুত রক্ত নিয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছাতে সক্ষম। -ইউপিআই অবলম্বনে
×