ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চবি ক্যাম্পাসে নির্মিত হবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

প্রকাশিত: ০৩:৫৯, ১৬ নভেম্বর ২০১৬

চবি ক্যাম্পাসে নির্মিত হবে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার আছে, নেই মুক্তিযুদ্ধের ভাস্কর্য। সুবর্ণজয়ন্তীতেই নির্মিত হবে ক্যাম্পাসে মুক্তিযুদ্ধের ভাস্কর্য। আগামী ১৮ ও ১৯ নবেম্বর অনুষ্ঠিত হবে বহুল প্রত্যাশিত ৫০ বছর পূর্তি উৎসব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করবেন। মঙ্গলবার চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুবর্ণজয়ন্তী উদযাপনের সার্বিক বিষয় উপস্থাপন করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ‘১৮ ও ১৯ নবেম্বর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ১৯ তারিখ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা টেলিকনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন। সুবর্ণজয়ন্তীর আয়োজন প্রসঙ্গে চবি উপাচার্য বলেন, আমরা এ উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মান ও সম্বর্ধনা জানাব। আমরা ১৯ তারিখেই মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ করব। হামলা নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ নবেম্বর ॥ নাসিরনগর, গোবিন্দগঞ্জের বাগদা ফার্ম এলাকাসহ দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের দ্রুত শাস্তির আওতায় আনার দাবিতে শেরপুরে মানববন্ধন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’ (সিপিবি)। শহরের নিউমার্কেট মোড়ে মঙ্গলবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে ঋষি-রবিদাস দলিত কল্যাণ পরিষদ, হরিজন কল্যাণ সমিতি, এশিয়ান ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থা, বাংলাদেশ দলিত-বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন জেলা সিপিবি সম্পাদক অধ্যাপক শফিকুল ইসলাম মাসুম, সদর সিপিবি সভাপতি সোলায়মান আহম্মেদ, মুক্তিযোদ্ধা তালাপতুফ হোসেন মঞ্জু, আজাহার আলী প্রমুখ। সোনারগাঁয়ে মতবিনিময় নিজস্ব সংবাদদাতা নারায়ণগঞ্জ থেকে জানান, সোনারগাঁ উপজেলা প্রশাসনের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখাসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাস-জঙ্গীবাদ, মাদক, নারী নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়া। বাল্যবিয়ে বিরোধী প্রচার নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ১৫ নবেম্বর ॥ বাইসাইকেল চালিয়ে সারাদেশ বাল্যবিয়ে বিরোধী প্রচার চালাচ্ছেন বগুড়ার আনোয়ার হোসেন তালুকদার (৫১) নামে একব্যক্তি। তিনি প্রচার চালিয়ে মঙ্গলবার যশোর জেলার উদ্দেশে মাগুরা ত্যাগ করেন। আনোয়ারের দুই ভাগ্নির বাল্যবিয়ে হয়েছিল। তার কুফল দেখে যাতে আর কারও এমন পরিণতি না হয়, সেজন্য সকলকে সচেতন করতে তার এই প্রচার। বাল্যবিয়ের বিভিন্ন কুফল সবার সামনে তুলে ধরতে দেশব্যাপী বাইসাইকেলে ভ্রমণে বের হন আনোয়ার হোসেন ২০১৬ সালের ১৭ অক্টোবর। দম্পতির দেশ ভ্রমণ নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ১৫ নবেম্বর ॥ ‘ট্যুরিজম ফর অল’ সেøাগানকে ধারণ করে দেশের যুব সমাজকে ভ্রমণ ও পর্যটন শিল্পের প্রতি আগ্রহী করে তুলতে এই প্রথম ঢাকার মিরপুরের বাসিন্দা আলমগীর আহমেদ চৌধুরী ও তার সহধর্মিনী চৌধুরানী দিপালী আহমেদ মোটর সাইকেলযোগে দেশ ভ্রমণে বেরিয়েছেন। ওই পর্যটক যুগল ৩০ অক্টোবর সকাল ৮টায় মুন্সীগঞ্জ জেলা থেকে দেশ ভ্রমণ শুরু করেন। ১৫ নবেম্বর দুপুরে ১৩টি জেলা ভ্রমণ শেষে শেরপুরের জেলা প্রশাসক ডাঃ এ এম পারভেজ রহিমের সঙ্গে মতবিনিময় করেন।
×