ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুই বিদেশীসহ পাঁচ প্রতারক গ্রেফতার

প্রকাশিত: ০৪:২১, ৯ অক্টোবর ২০১৬

দুই বিদেশীসহ পাঁচ প্রতারক গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে আবারও বিদেশী প্রতারক ধরা পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন উপায়ে ফাঁদে ফেলে প্রতারণা করে অর্থ উপার্জনের সঙ্গে জড়িত এ চক্রের পাঁচজনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে দুজন নাইজিরিয়ার নাগরিক বলে জানিয়েছেন মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন। শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই প্রতারক চক্রের সদস্যদের গ্রেফতার করে ডিবি। এরা হলো, নাইজিরিয়ার নাগরিক আনাও (৩২), ইএসআই একেএ হেনরি (২৯) ও বাংলাদেশী নাগরিক মাইনুল কবির (২৯), নাজিম উদ্দিন (৩৭), রুহুল আমিন ওরফে মিঠু (২৯)। এই চক্র কোন ব্যক্তিকে টার্গেট করে অনলাইনে সিভি নেয়। পরে তার বিস্তারিত তথ্য জেনে যোগাযোগ স্থাপন করে। এভাবেই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে চক্রটি। প্রতারক চক্রের সদস্যরা ডাচ্-বাংলা ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার সিনিয়র অফিসার মমতাজ বেগমের সঙ্গে অনলাইনে যোগাযোগ স্থাপন করেন। পরে তাকে প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে প্রায় ৪০ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে মমতাজের মামলার পরিপ্রেক্ষিতে ঘটনা অনুসন্ধানে নেমে ডিবি এ চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে। আজিমপুরে আটক তিন নারী জঙ্গী ডিবি কার্যালয়ে স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আজিমপুরে একটি বাসার দ্বিতীয় তলায় ‘জঙ্গী আস্তানায়’ অভিযানকালে আটক তিন নারী ‘জঙ্গী’কে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। হাসপাতাল থেকে শনিবার দুপুর ২টার দিকে কাউন্টার টেররিজমের এসপি আহসানউল্লাহর নেতৃত্বে একটি টিম তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যান। তারা হলেন শারমিন, শায়লা ও জেবুন্নাহার শিলা। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটির আবাসিক চিকিৎসক জেসমিন নাহার জানান, শারমিনের শরীরে গুলি এবং শায়লা ও জেবুন্নাহারের শরীরে ধারালো অস্ত্রের আঘাত ছিল। তাদের অবস্থা ভাল হয়ে যাওয়ায় দুপুর ১২টায় ছাড়পত্র দেয়া হয়। ১০ সেপ্টেম্বর পুরান ঢাকার আজিমপুরে বিজিবি ২ নম্বর গেটের সামনে একটি বাসার দ্বিতীয় তলায় জঙ্গী আস্তানায় অভিযান চালায় পুলিশ। আজ চসিকের বাজেট ঘোষণা স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হবে আজ রবিবার। দুপুর ১২টায় নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দিন এ বাজেট পেশ করবেন। চসিক সূত্র জানায়, বিভিন্ন কারণে এ বাজেট ঘোষণায় বিলম্ব ঘটেছে। বাজেটে নগরীর সার্বিক উন্নয়নে একটি দিক নির্দেশনা থাকবে বলে জানানো হয়েছে।
×