ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

হৃদরোগে আক্রান্ত শিশু আরমানের চিকিৎসায় সহায়তা দিন

প্রকাশিত: ০৫:৫৪, ২১ আগস্ট ২০১৬

হৃদরোগে আক্রান্ত শিশু আরমানের চিকিৎসায় সহায়তা দিন

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত শিশু আরমান মোল্লার (৯) চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তার হার্টে ছিদ্র এবং পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। সে বর্তমানে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রায় ৫ লাখ টাকা প্রয়োজন। কিন্তু শিশুটির দরিদ্র পিতা মোঃ কামাল মোল্যার পক্ষে চিকিৎসার এই টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না। পরিবারটির আর্থিক অবস্থা খুবই খারাপ। মোঃ কামাল মোল্যা একজন রিক্সাচালক। চিকিৎসার পেছনে ইতোমধ্যে সহায়সম্বল ফুরিয়ে গেছে। বর্তমানে টাকার অভাবে তার চিকিৎসা চরমভাবে ব্যাহত হচ্ছে। শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। এমতাবস্থায়, শিশু আরমানের চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তির আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তার অসহায় মাতা-পিতা। চিকিৎসায় সহযোগিতা দিতে সরাসরি যোগাযোগ করুন এই মোবাইল নম্বরে-০১৯৫৬৪৫৬৬৫৮। আর সাহায্য দিন এই সঞ্চয়ী হিসাবে- মোঃ কামাল মোল্যা, যমুনা ব্যাংক লিঃ (অনলাইন), হিসাব নং- ০০২০৩১০০৬০৭৩২। ঘোষণা : দৈনিক জনকণ্ঠ ‘মানুষ মানুষের জন্য’ বিভাগে খবর প্রকাশের মাধ্যমে সহৃদয় ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দিয়ে থাকে। সাহায্য সরাসরি সাহায্য প্রার্থীর ব্যাংক এ্যাকাউন্টে জমা দিতে হবে অথবা সাহায্য প্রার্থীর দেয়া মোবাইল ফোনে যোগাযোগ করতে হবে। দৈনিক জনকণ্ঠ এ বিষয়ে কোন দায়ভার গ্রহণ করবে না।
×