ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গানপাউডার ও শক্তিশালী ৮ হাতবোমাসহ নারী আটক

প্রকাশিত: ০৫:৫২, ১৪ আগস্ট ২০১৬

গানপাউডার ও শক্তিশালী ৮ হাতবোমাসহ নারী আটক

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ র‌্যাবের অভিযানে শনিবার সকালে দিনাজপুরের সীমান্তবর্তী গ্রাম থেকে ১ কেজি ২৮০ গ্রাম গানপাউডার ও আটটি হাতবোমাসহ ১ মহিলাকে আটক করা হয়েছে। দিনাজপুর র‌্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ আল রাজু জানান, শনিবার সকাল ১০টায় হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর গ্রামের সাইদুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। ওই বাসা থেকে ১ কেজি ২৮০ গ্রাম গানপাউডার ও ৮ হাতবোমাসহ সাইদুলের স্ত্রী লাভলী বেগমকে (২২) আটক করা হয়। অভিযানের বিষয় টের পেয়ে সাইদুল পালিয়ে যায়। সাইদুল ও তার স্ত্রী লাভলী গত ৩ মাস আগে মধ্যবাসুদেবপুর মহল্লার রিপনের বাসা ভাড়া নেয়। তারা অন্য এলাকা থেকে হিলিতে এসে চোরাচালান ও মাদক ব্যবসার কাজে ব্যবহারের জন্যই বাসাটি ভাড়ায় নিয়েছিল বলে র‌্যাব সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লাভলী স্বীকার করেছে। সূত্রটি জানায়, তাদের গতিবিধি কয়েকদিন থেকে র‌্যাব সদস্যদের গোয়েন্দা টিম অনুসন্ধান করে। শনিবার সকালে দিনাজপুর র‌্যাব ক্যাম্পের সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। তাদের সহযোগীদের আটক করতে হিলি সীমান্ত এলাকায় র‌্যাব সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত হাতবোমাগুলো বেশ শক্তিশালী। এগুলো দিয়ে যে কোন বড় ধরনের নাশকতা করা যেত। এই ঘটনায় র‌্যাব সদস্যদের পক্ষ হতে হাকিমপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
×