ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মাটির ওপর দিয়ে অবৈধ গ্যাস সংযোগ

প্রকাশিত: ০৪:২০, ১৫ জুলাই ২০১৬

মাটির ওপর দিয়ে অবৈধ গ্যাস সংযোগ

নিজস্ব সংবাদদাতা, নরসিংদী, ১৪ জুলাই ॥ স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় তিতাস গ্যাসের কতিপয় কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন অবৈধ গ্যাস সংযোগ দিয়ে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে । এতে রাজস্ব হারাচ্ছে সরকার । সদর উপজেলার হাজিপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামে কয়েক শ’ বাড়িতে মাটির ওপর দিয়ে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে। কিছু বাড়িতে গ্যাস রাইজারও দেয়া হয়েছে। এলাকাবাসীরা জানায়, গ্যাস লাইনের মাধ্যামে সংযোগ নিয়ে রান্নার কাজ সাশ্রয়ী মূল্যে ও কম সময়ে করা যায় বিধায় তারা প্রতি সংযোগে ১৫ থেকে ২০ হাজার টাকায় নিয়েছে। তবে নিম্নমানের পাইপ দিয়ে গ্যাস লাইন দেয়ায় যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তারা আরও জানায়, প্রভাবশালী ব্যক্তিরা তিতাস গ্যাসের অসাধু লোকজনের সহায়তায় চুলাপ্রতি ৩শ’ থেকে ৫শ’ টাকা করে প্রতিমাসে গ্রাহকদের কাছ থেকে আদায় করে নিচ্ছে । দেখা গেছে, সরু রাস্তার কিনারা দিয়ে গ্যাস লাইন নেয়া হয়েছে এবং প্রতি বাড়ির সীমানায় সংযোগের জন্য আরও পয়েন্ট করে রাখা হয়েছে। যাতে ভবিষ্যতে আরও সংযোগ দেয়া যায় । নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানায়, গ্রামের কতিপয় প্রভাবশালী ব্যক্তি ও তিতাস গ্যাসের কিছু কর্মকর্তা কর্মচারী গ্যাস লাইনের সংযোগ প্রদান ও মাসিক বিল আদায় তদারকি করে থাকেন। এসব সংযোগের বৈধ কোন কাগজপত্র নেই। তাছাড়া সাধারণ পাইপের ওপর ইলেকট্রিক কাজে ব্যবহৃত স্কচটেপ পেঁচিয়ে সংযোগগুলো প্রদান করা হয়েছে । তিতাস অফিসের কর্মকর্তা কর্মচারী পরিচয়ে সংযোগগুলো প্রদান করা হয় । এ ব্যাপারে তিতাস গ্যাস নরসিংদীর ভারপ্রাপ্ত উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী তৌহিদুল ইসলাম জানান, প্রভাবশালী মহল এর সঙ্গে জড়িত। অবৈধ গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করার প্রক্রিয়া চলছে ।
×