ঢাকা, বাংলাদেশ   রোববার ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা ॥ ১১ আসামির খালাস স্থগিত

প্রকাশিত: ০৫:৫৯, ২২ জুন ২০১৬

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলা ॥ ১১ আসামির খালাস স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ গাজীপুরের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও শ্রমিক নেতা আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ১১ আসামিকে হাইকোর্টের দেয়া খালাসের রায় ১৪ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রীমকোর্টের চেম্বার আদালত। একই সঙ্গে উক্ত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেয়া হয়েছে। ১৪ জুলাই প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপীল বেঞ্চে এই স্থগিত আবেদনের ওপর পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপক্ষের এক আবেদনের প্রেক্ষিতে আপীল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক মঙ্গলবার সকালে এই আদেশ দেন। আদালতে ওই আবেদনের শুনানি করেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, তার সঙ্গে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল মাসুদ হাসান চৌধুরী পরাগ। আসামি পক্ষে শুনানিতে ছিলেন খন্দকার মাহবুব হোসেন ও আইনজীবী এস এম শাহজাহান। এই ১১ আসামির মধ্যে নিম্ন আদালতের রায়ে সাতজনের মৃত্যুদ- এবং চারজনের যাবজ্জীবন কারাদ- হয়েছিল। অপরদিকে আপীলের রায়ে গত ১৫ জুন ১১ জনকে খালাস দিয়েছিল হাইকোর্ট। ওই রায়ে স্থগিতাদেশ চেয়ে সোমবার আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। নিম্ন আদালতে মৃত্যুদ-াদেশ প্রাপ্ত ও হাইকোর্টে খালাস পাওয়া আসামিরা হলেন আমির হোসেন, জাহাঙ্গীর ওরফে বড় জাহাঙ্গীর, ফয়সাল (পলাতক), লোকমান হোসেন ওরফে বুলু, রনি মিয়া ওরফে রনি ফকির (পলাতক), খোকন (পলাতক), দুলাল মিয়া, রাকিব উদ্দিন সরকার ওরফে পাপ্পু, আইয়ুব আলী, জাহাঙ্গীর (পিতা মেহের আলী) ও মনির। উল্লেখ্য, দুইবারের সাবেক সংসদ সদস্য আহসানউল্লাহ মাস্টারকে বিএনপি জোট সরকারের সময়ে ২০০৪ সালের ৭ মে দুপুরে একদল সন্ত্রাসী টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রকাশ্যে গুলি করে হত্যা করে। হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান মতি বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে টঙ্গী থানায় মামলা করেন।
×