ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ

প্রকাশিত: ০৭:৫৩, ১৫ জুন ২০১৬

জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ প্রতিবারের ন্যায় এবারও ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত জাতীয় ঈদগাহ ময়দানে জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে ঈদের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানের পরিবর্তে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রোজার ঈদ উপলক্ষে আন্তঃমন্ত্রণালয়ে সভা শেষে এ তথ্য জানান ধর্মসচিব মোঃ আব্দুল জলিল। তিনি বলেন, এবারও বায়তুল মোকাররম মসজিদে পাচটি ঈদ জামাত হবে। নারীদের জন্যও ঈদের নামাজ পড়ার আলাদা ব্যবস্থা রাখা হবে। ঈদের জামাতে বিদেশী রাষ্টদূত ও কূটনৈতীকদের ঈদের নামাজের জন্য আলাদা জায়গা সংরক্ষণ করা হবে। জাতীয় ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। সভায় স্বরাষ্ট্র, জনপ্রশাসন ও তথ্য মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, গণপূর্ত অধিদফতর, ওয়াসা, পুলিশসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
×