ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মোবাইল টাওয়ারের গাইডলাইন তৈরি করা হচ্ছে

প্রকাশিত: ০৪:২৭, ১ মে ২০১৬

মোবাইল টাওয়ারের গাইডলাইন তৈরি করা হচ্ছে

স্টাফ রিপোর্টার ॥ মোবাইল অপারেটরদের টাওয়ারের অতিরিক্ত চাপ কমাতে টেলিযোগাযোগ খাতে পৃথক টাওয়ার কোম্পানির লাইসেন্স দেয়ার পরিকল্পনা করছে সরকার। ভবিষ্যতে দেশে ফোর জি (চতুর্থ প্রজন্মের) নেটওয়ার্ক তৈরি করতে হলে মোবাইল টাওয়ার ব্যবস্থাপনা নিখুঁতভাবে করতে হবে। অপারেটরদের টাওয়ার দিয়ে ফোর জি নেটওয়ার্ক ব্যবহার করা সম্ভব হবে না। দেশে অবশ্যই আরও বেশি সংখ্যক টাওয়ারের প্রয়োজন রয়েছে। বেশি সংখ্যক টাওয়ার তৈরিতে আবার জায়গারও অপচয় হবে। তার পরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে টাওয়ার নির্মাণ করা জরুরী। এ জন্য দেশী-বিদেশী মালিকানায় মোবাইল টাওয়ার করার জন্য একটি গাইডলাইন তৈরি করা হচ্ছে। সব পক্ষের মতামত নিয়ে গাইডলাইনের ভিত্তিতে টাওয়ার কোম্পানির লাইসেন্স দেয়া হবে। শনিবার রাজধানীর অস্টিন হোটেলে আয়োজিত ‘বাংলাদেশে টাওয়ার কোম্পানির ব্যবসার সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা বলেন। টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ (টিআরএনবি) আয়োজিত এ সেমিনারের সভাপতিত্ব করেন টিআরএনবি’র সভাপতি রাশেদ মেহেদী। সেমিনারে বক্তব্য রাখেন বিটিআরসি’র চেয়ারম্যান প্রকৌশলী ড. শাহজাহান মাহমুদ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব শওকত মোস্তফা, বিটিআরসির মহাপরিচালক (সিস্টেম এ্যান্ড সার্ভিস) ব্রিগেডিয়ার জেনারেল এমদাদ উল বারী, এ্যাসোসিয়েশন অব মোবাইল ফোন অপারেটরস বাংলাদেশ (এ্যামটবের) মহাসচিব টিআইএম নুরুল কবীর, ফাইবার এ্যাট হোমের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক সিদ্দিকী, গ্রামীণফোনের চীফ কর্পোরেট এ্যাফেয়ার্স মাহমুদ হোসাইন, বাংলালিংকের সিনিয়র ডিরেক্টর (রেগুলেটরি এ্যাফেয়ার্স) তৈমুর রহমান, রবির হেড অব গবর্নমেন্ট রিলেশন শাহেদ আলম এবং লার্ন এশিয়ার সিনিয়র ফেলো আবু সাঈদ খান। সেমিনারে দুটি প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান এ্যানালাইসিস ম্যাসনের গবেষক আমরিশ ক্যাকার এবং টিআরএনবির সাধারণ সম্পাদক শামীম আহমেদ। সেমিনারে আলোচকরা বলেন, বর্তমানে বাংলাদেশে বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের প্রায় ৩৩ হাজার টাওয়ার রয়েছে। সঠিক ব্যবস্থাপনা না থাকায় প্রয়োজনের বেশি টাওয়ার স্থাপন হয়েছে। ফলে পরিবেশ দূষণসহ নাগরিক জীবনে বেশ সমস্যার সৃষ্টি হচ্ছে। সেবার ক্ষেত্রেও বিঘœ ঘটছে। এ কারণে টেলিযোগাযোগ খাতে টাওয়ারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকারের একটি নীতিমালা প্রণয়ন জরুরী। বক্তারা ব্যবসার সুষ্ঠু প্রতিযোগিতার নিশ্চয়তা রেখে নীতিমালা প্রণয়নের পরামর্শ দেন। প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, উন্নত দেশে টেলিযোগাযোগ খাতে পৃথক টাওয়ার কোম্পানি রয়েছে। তার আলোকে বাংলাদেশেও পৃথক টাওয়ার কোম্পানির লাইসেন্স দেয়ার বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে।
×