ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

প্রকাশিত: ২১:৪০, ১৮ অক্টোবর ২০১৫

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠক

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ॥ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে মহেশপুর উপজেলার শ্যামকুড় মাইলবাড়িয়া মাঠে দু’দেশের বিওপি কমান্ডার পর্যায়ে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্যামকুড় বিওপি কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফটিককারী ক্যাম্প কমান্ডার এসআই পরমান্দ সিং। বিজিবি ৬ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, পতাকা বৈঠকে বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
×