ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ফ্যাশন সংবাদ

প্রকাশিত: ০৭:২৯, ৫ অক্টোবর ২০১৮

ফ্যাশন সংবাদ

আর্ট হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ও শরত ঋতুতে ফ্যাশন হাউস আর্ট আউটলেটে নানা রঙের বিন্যাস আর নজরকাড়া বৈচিত্র্যের, এক্সক্লুসিভ ডিজাইনের বেশকিছু পোশাক পাওয়া যাচ্ছে। দুর্গাপূজা উৎসব ও শরত ঋতু উপলক্ষে আর্ট আউটলেট নতুন নতুন ডিজাইনের পোশাক এনেছে। ঋতু বৈচিত্র্যের কথা মাথায় রেখে ফেব্রিক্স ও রঙের ক্ষেত্রে দেয়া হয়েছে বিশেষ গুরুত্ব। যে কোন উৎসবে নিত্য নতুন ডিজাইনের ব্যাপক পোশাকের আয়োজন করে আর্ট ফ্যাশন আউটলেট আর্টর পোশাক তৈরি হয়েছে সুতি, সিল্ক, খাদি কাপড়ে বিভিন্ন হাতের কাজ ও প্রিন্টের মাধ্যমে। নকশা করা নিজস্ব ডিজাইনে নতুন চিন্তা, লেআউট ও কম্বিনেশনে ক্রেতারা পাবেন ভিন্নমাত্রার আমেজ। শরত ও দুর্গাপূজা উৎসব আয়োজনে প্রধানত জোর দেয়া হয়েছে পোশাকের উপকরণের ডিজাইনে, কাট প্যাটার্ন ও ফিনিশিংয়ে এবং একসেসরিজের ব্যবহারে। ক্রেতাদের কথা ভেবে কয়েকটি মূল্যসীমায় পোশাকের কালেকশন সাজিয়েছে। নিত্য উপহার আরও কিছু টি-শার্ট এবং শঙ্খবারের শাড়ি এসেছে শিল্পী সব্যসাচী হাজরার ডিজাইনে- ৫টি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে এবারের দুর্গাপূজায়। এসব টি-শার্টের ডিজাইন করেছেন শিল্পী ধ্রুব এষ, সব্যসাচী হাজরা, মোস্তাফিজ কারিগর এবং শাহেদ হিজল। পাওয়া যাবে- শঙ্খবার, ৭৯, আজিজ সুপার মার্কেট, ৩য় তলা, শাহবাগ, ঢাকা ১০০০। নিত্য উপহার ১১৮/এ, আজিজ সুপার মার্কেট, ৩য় তলা, শাহবাগ, ঢাকা ১০০০ এবং নিত্য উপহার ২৫/৩, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭ বিক্রয় কেন্দ্রে। এসব টি-শার্টের দাম বড়দের ৩১০ টাকা, ছোটদের ২০০ টাকা এবং শাড়ির দাম ১৬০০ টাকা করে। মডেল- মৃত্তিকা, মিতু, মায়া, মৌ, সিঙ্গার ক্যাপ্টেন, আজান ও নিপেন এবং আলোকচিত্র- আজিম এলাহি মোবাইল : ০১৯ ২০ ৩০ ২২ ৫৯
×