ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওমানে বন্যায় ১৮ জনের মৃত্যু

আমিরাতে ৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:১২, ১৭ এপ্রিল ২০২৪

আমিরাতে ৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাত

টানা বৃষ্টিপাতের প্রভাবে ডুবে গেছে দুবাই বিমানবন্দরের রানওয়ে

সংযুক্ত আরব আমিরাতে গত দুদিন টানা বৃষ্টিপাত হয়েছে, যা দেশটির ৭৫ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে। সোমবার রাতে বৃষ্টি শুরু হয়ে ঝরেছিল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত। এ সময়ের মধ্যে মোট ১৪২ মিলিমিটারের (৫.৫ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত হয়েছে। ফলে বন্যায় ভেসে গেছে মরুভূমির শহর দুবাই। বজ্রপাত ছুঁয়েছে বুর্জ খলিফার চূড়া। সেখানে সাধারণত গড়ে দেড় বছরে এই সমপরিমাণ বৃষ্টি হয়ে থাকে। এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানে বন্যায় কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। 
ওমানের কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের মধ্যে নয়জনই স্কুলের শিক্ষার্থী। গত রবিবার তাদের গাড়ি চালকসহ বন্যার পানিতে ডুবে যায়। ওমানের ন্যাশনাল কমিটি ফর ইমার্জেন্সি ম্যানেজমেন্ট জানিয়েছে, উদ্ধারকারী দল এখনো নিখোঁজ দুই ব্যক্তিকে খুঁজছে। বেশ কয়েকটি প্রদেশের খারাপ আবহাওয়ার কারণে সরকারি ও বেসরকারি খাতে প্রশাসনিক কর্মীদের ছুটি বাতিল করেছে সরকার।

অন্যদিকে নজিরবিহীন বৃষ্টিপাতে থমকে গেছে মরুভূমির দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জীবনযাত্রা। বৃষ্টিতে তলিয়ে গেছে দেশটির বিভিন্ন এলাকা, সৃষ্টি হয়েছে বন্যার। আবাসিক ভবন ছাড়াও মেট্রো স্টেশন, বিমানবন্দরেও উঠেছে পানি। বৃষ্টির পরিমাণ এত বেশি যে পথঘাট ডুবে গাড়ি ভেসে যাওয়ার পাশাপাশি শপিংমলও তলিয়ে গেছে। মহাসড়ক ভেঙে বিশাল গর্তও তৈরি হয়েছে কোথাও কোথাও। উড়োজাহাজের যাত্রা বাতিল হয়েছে। 
দেশটির আবহাওয়া অফিস বলছে, সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা গত ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড ভাঙা বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৪৯ সালে তথ্য সংগ্রহ শুরু হওয়ার পর থেকে নথিভুক্ত সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, টানা বৃষ্টিপাতের প্রভাবে দুবাই বিমানবন্দরের রানওয়ে ডুবে গেছে।

বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। দুবাইয়ের জেবেল আলী মেট্রো স্টেশনের ভেতরে আটকে আছেন দুই শতাধিক যাত্রী। স্টেশনের ভেতরে ও সিঁড়িতে ঘণ্টার পর ঘণ্টা বসে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ছিলেন তারা।

×