ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

নাইজিরিয়ায় স্কুলে বন্দুক হামলা ॥ কয়েক ’শ শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ২০:২২, ১৪ ডিসেম্বর ২০২০

নাইজিরিয়ায় স্কুলে বন্দুক হামলা ॥ কয়েক ’শ শিক্ষার্থী নিখোঁজ

নাইজিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি মাধ্যমিক স্কুলে বন্দুকধারীর আক্রমণের পর কয়েকশ’ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আক্রমণকারীরা মোটরসাইকেলে করে এসে ফাঁকা গুলি ছুড়তে থাকলে শিক্ষার্থীরা ছুটাছুটি শুরু করে। শুক্রবার বিকেলে কাতসিনা প্রদেশের এক সরকারী বিজ্ঞান মাধ্যমিক স্কুলকে লক্ষ্য করে আক্রমণকারীরা এ হামলা চালায়। স্কুলটিতে প্রায় ৮শ’ আবাসিক শিক্ষার্থী ছিল। সামরিক বাহিনী জানায়, তারা জঙ্গলের মধ্যে আক্রমণকারীদের আস্তানা খুঁজে পাওয়ার পর সেখানে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এ ঘটনায় হতাহতের খবর অস্পষ্ট থাকলেও কর্তব্যরতরা জানিয়েছেন কোন শিক্ষার্থীর আহত হওয়ার সংবাদ পাওয়া যায়নি। নাইজিরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারী এ ঘটনায় নিন্দা জানিয়ে এ ঘটনার পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন। কানকারা এলাকার অল বয়েজ বোর্ডিং স্কুলের কাছে বসবাসকারীরা জানিয়েছেন, তারা শুক্রবার স্থানীয় সময় রাত ১১ টার দিকে গুলির শব্দ পান যা ঘণ্টা খানেকের বেশি সময় ধরে চলে। কর্তৃপক্ষ জানায়, স্কুলের নিরাপত্তা রক্ষীরা পুলিশ আসার আগেই কয়েক আক্রমণকারীকে পরাস্ত করতে সক্ষম হন। - বিবিসি
×