ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আটকেপড়াদের ফেরানো উচিত

প্রকাশিত: ১০:৫০, ২২ এপ্রিল ২০২০

আটকেপড়াদের ফেরানো উচিত

মধ্যপ্রাচ্যে আটকে পড়া কয়েক হাজার ভারতীয় কর্মীকে দেশে ফেরানোর আবেদন জানিয়ে টুইট কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। কেন্দ্রীয় সরকারকেই এ বিষয়ে যথোপযুক্ত পদক্ষেপ করতে আবেদন জানিয়েছেন রাহুল। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারীর জেরে এখন কর্মহীন হাজার-হাজার ভারতীয়। ভিনদেশে ঘোরতর সমস্যার মধ্যে রয়েছেন ওই ভারতীয়রা। দেশে ফিরতে মরিয়া হয়ে রয়েছেন তারা। ওই ভারতীয়দের দেশে ফিরিয়ে এনে তাদের নিয়মানুযায়ী পৃথকীকরণের ব্যবস্থা করা উচিত বলে মনে করেন রাহুল গান্ধী। -এনডিটিভি করোনা টেস্ট করবে কুকুর! করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত মানুষ। আর টেস্টিং কিটের জন্য হাহাকার সব দেশে। এবার বিশেষভাবে প্রশিক্ষিত কুকুরের মাধ্যমে এই ভাইরাসে আক্রান্ত রোগীদের শনাক্ত করা হবে। যুক্তরাজ্যের ‘মেডিক্যাল ডিটেকশন ডগস’ নামের একটি দাতব্য সংস্থা এই উদ্যোগ নিয়েছে। প্রশিক্ষিত এসব কুকুর ঘণ্টায় ৭৫০টি করোনা টেস্ট করতে পারবে। লন্ডন স্কুল অব হাইজিন এ্যান্ড ট্রপিকাল মেডিসিন (এলএসএইচটিএম), ডারহাম ইউনিভার্সিটি এবং মেডিক্যাল ডিটেকশন ডগস নামের একটি সংগঠন সম্মিলিতভাবে কুকুরের মাধ্যমে করোনাভাইরাস শনাক্তের সম্ভাবনাটি অনুসন্ধান করছে। -ডেইলি মিরর
×