ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সরকারী নির্দেশ উপেক্ষা করে দিল্লীতে কয়লার ব্যবহার অব্যাহত

প্রকাশিত: ০৯:১৫, ৪ জানুয়ারি ২০২০

সরকারী নির্দেশ উপেক্ষা করে দিল্লীতে কয়লার ব্যবহার অব্যাহত

ভারতের রাজধানী নয়াদিল্লীর বায়ু দূষণ চরম মাত্রায় পৌঁছালেও সেখানে এখনও বহু কারখানায় কয়লা ব্যবহৃত হচ্ছে। ভারতের কর্তৃপক্ষ বাতাসে সালফার অক্সাইড যাতে মিশে না পারে তা ঠেকাতে কোম্পানি মালিকদের কয়লার ব্যবহার বন্ধের নির্দেশ দিয়েছিল। এসব কোম্পানিতে ফের কয়লা ব্যবহার করলে তা বন্ধ করে দেয়ার হুমকির পরও বুধবার পর্যন্ত কয়লা পুড়তে দেখা গেছে। এনডিটিভি দিল্লীর উপকণ্ঠে কয়লা চালিত একটি বিদ্যুত কেন্দ্রের প্রধান নির্বাহী বলেন, বিদ্যুত কেন্দ্রে কয়লা ব্যবহার বন্ধের জন্য ২০১৯ সালে একটি নির্দেশনা এসেছে, কথাটি ঠিক। তবে কয়লার পরিবর্তে আমরা কি ব্যবহার করব এ বিষয়ে কোন নির্দেশনা দেয়া হয়নি। তাই আমরা কীট পরিবর্তন না করে আগের মতো উৎপাদন অব্যাহত রেখেছি। দিল্লীর আশপাশের মোট ১১টি কয়লা চালিত বিদ্যুত কেন্দ্রের মধ্যে মাত্র একটি জ্বালানি পরিবর্তন করেছে। ভারত ইতোমধ্যে ২০১৭ সালে তাদের প্রতিশ্রুত কার্বন নির্গমণের মাত্রা অতিক্রম করেছে। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ কেন্দ্র ‘সিপিসিবি’র এক কর্মকর্তা এ বিষয়ে আপাতত কিছু বলতে চাননি।
×