ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অমিত শাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার আশঙ্কা

প্রকাশিত: ০৮:৩৪, ১১ ডিসেম্বর ২০১৯

অমিত শাহর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার আশঙ্কা

ভারতের নাগরিকত্ব সংশোধনী বিল (সিএবি) পার্লামেন্টের উভয় কক্ষে পাস হলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা চাইতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক ফেডারেল কমিশন। বিলে বলা হয়েছে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন ও খ্রীস্টান সম্প্রদায়ের যেসব সদস্য ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন তাদের অবৈধ অভিবাসী বিবেচনা না করে নাগরিকত্ব দেয়া হবে। -এনডিটিভি নাগরিকত্ব বিলে অশান্ত অসম সোমবার রাতে ভারতের লোকসভায় পাস হওয়া নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে অসমে। বিক্ষোভ উত্তরপূর্বের অন্য রাজ্যের ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে ১১ ঘণ্টার বনধের ডাক দিয়েছে নর্থ ইস্ট স্টুডেন্টস অরগানাইজেশন-এনইএসও। সোমবার রাতে লোকসভায় পাস হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিলটি উত্থাপন করেন। আন্দোলনকারীরা বলছেন, রাজ্যসভায় বিলটি পাস হয়ে গেলে আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুরা পাঁচ বছর থাকলেই ভারতের নাগরিকত্ব পেয়ে যাবেন। -দ্য হিন্দু
×