ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

দুর্ঘটনার পর তেজষ্ক্রিয়তার আশঙ্কা নাকচ পুতিনের

প্রকাশিত: ১১:৩৭, ২১ আগস্ট ২০১৯

দুর্ঘটনার পর তেজষ্ক্রিয়তার আশঙ্কা নাকচ পুতিনের

রাশিয়ার উত্তরাঞ্চলে এক সামরিক স্থাপনায় এ মাসের প্রথম দিকে এক মারাত্মক বিস্ফোরণের পর রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেছেন, সেখানে বর্ধিত তেজষ্ক্রিয় মাত্রার ঝুঁকি নেই। সিএনএন। ওই বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছে। পুতিন ফ্রান্স সফরকালে সোমবার বলেন, স্থাপনায় কোন বিপজ্জনক পরিস্থিতি নেই এবং তেজষ্ক্রিয়া বৃদ্ধি পাওয়ারও কোন কারণ নেই। তিনি বলেন, সেখানে কোন মারাত্মক পরিবর্তন দেখতে পাচ্ছি না আমরা। কিন্তু প্রতিরোধ ব্যবস্থা নেয়া হচ্ছে। তাই ভীতির কোন কারণ নেই। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য সেখানে নিরপেক্ষ বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। সেভেরোদভিনস্ক শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে আরখানজেলস্ক অঞ্চলে এক সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে এক তরল প্রচালন ব্যবস্থা পরীক্ষাকালে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কারণে ব্যাপকভাবে আন্তর্জাতিক গুঞ্জনের সৃষ্টি হয়েছে যে, দুর্ঘটনাটির সঙ্গে বুরেভেস্টনিক বা স্কাইফন বলে পরিচিত পরমাণু শক্তিসম্পন্ন ক্রুজ ক্ষেপণাস্ত্রের সম্পৃক্ততা রয়েছে।
×