ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

‘বিপজ্জনক ব্রিটিশ সরকার চুক্তিহীন ব্রেক্সিট চাচ্ছে’

প্রকাশিত: ০৮:৩৯, ৩১ জুলাই ২০১৯

‘বিপজ্জনক ব্রিটিশ সরকার চুক্তিহীন ব্রেক্সিট চাচ্ছে’

প্রধানমন্ত্রী বরিস জনসন ইচ্ছাকৃতভাবে ব্রিটেনকে চুক্তিহীন ব্রেক্সিটের দিকে নিয়ে যাচ্ছেন বলে অভিযোগে করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টার্জন। বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের সঙ্গে চুক্তি করার জন্য ধোঁকাবাজি এবং তর্জন-গর্জন করছেন বলেও উল্লেখ করেন তিনি। নিকোলা স্টার্জন ব্রেক্সিট বিষয়ে জনসনের কঠোর অবস্থানেরও সমালোচনা করেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে এডিনবরায় মুখোমুখি বৈঠকের পর স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার বলেন, তিনি মনে করেন, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে জনসন বিপজ্জনক কঠোর কৌশল অবলম্বন করছেন। আর এটির ফলাফল হতে পারে কোন চুক্তি ছাড়াই ব্রেক্সিট। নতুন প্রধানমন্ত্রীর ব্রেক্সিট কৌশল নিয়ে নৈরাজ্যকর দিনে তিনি এ অভিযোগ আনলেন। তিনি স্কটল্যান্ডে সাংবাদিকদের বলেন, আগামী ৩১ অক্টোবর কোন চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পক্ষে কোন অনুমান থাকা উচিত নয়। এটা তার ডেপুটি মুখপাত্রের আগের মন্তব্য এবং সানডে টাইমসে লেখা মাইকেল গোভের নিবন্ধের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। ওই নিবন্ধে মাইকেল গোভ লেখেন, সরকার এই অনুমান নিয়ে কাজ করছে যে, ইইউ নেতারা তাদের মত পরিবর্তন করবেন না এবং কোন চুক্তি ছাড়াই ব্রেক্সিট বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী আরও দাবি করেন যে, একটি চুক্তি করতে তিনি ইউরোপীয় ইউনিয়ন নেতাদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন। যদিও তার মুখপাত্র বলেছেন, আইরিশ ব্যাকস্টপ বাতিলে রাজি না হওয়া পর্যন্ত তিনি (বরিস জনসন) প্রতিপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন না। প্রধানমন্ত্রী বরিস জনসন সরকারী বাসভবন এডিনবরা ছেড়ে যাওয়ার পরপরই সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিকোলা স্টার্জন বলেন, ‘যদিও জনসমক্ষে অস্বীকার করতে পারে, কিন্তু এই সরকার কোন চুক্তি ছাড়াই ব্রেক্সিট কৌশল বাস্তবায়নে কাজ করছে।’ তিনি বলেন, ‘ধোঁকাবাজি ও তর্জনগর্জনের আড়ালে এই সরকার এমন সরকার যারা খুবই বিপজ্জনক। এই সরকার যে পথে হাঁটছে, সেটা শুধু স্কটল্যান্ডের জন্য না, পুরো যুক্তরাজ্যের সবার জন্য বিপজ্জনক। তিনি (জনসন) বলছেন তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি চুক্তি চান। কিন্তু তিনি যে খুব কঠোর অবস্থানে রয়েছেন, সেখান থেকে কিভাবে এটা সম্ভব সেটা পরিষ্কার করে বলছেন না তিনি।’ সোমবার বিকেলে বুট হাউসে বৈঠকের জন্য প্রবেশকালে স্বাধীনতাপন্থী এবং ব্রেক্সিটবিরোধী বিক্ষোভকারদের প্রতিবাদের মুখে পড়েন বরিস জনসন। -গার্ডিয়ান
×