ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্তা মামলা তদন্তে তিন বিচারপতির কমিটি

প্রকাশিত: ১২:০৯, ২৫ এপ্রিল ২০১৯

গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্তা মামলা তদন্তে তিন বিচারপতির কমিটি

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করা উৎসব সিং বইন্সের মামলা আমলে নিয়ে তদন্ত করার জন্য মঙ্গলবার সুপ্রীমকোর্টে তিন সদস্যের নতুন একটি বিশেষ বেঞ্চ গঠন করা হয়েছে। এই বেঞ্চ আইনজীবী উৎসবের বক্তব্য জানতে চেয়ে নোটিস জারি করেছে। দ্য হিন্দু। যৌন হয়রানির পুরো বিষয়টি নিয়ে তদন্ত করবেন সুপ্রীমকোর্টের প্রবীণতম বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে। সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেছেন, প্রধান বিচারপতি আমাকে দ্বিতীয় বিচারপতি হিসেবে এই তদন্তের দায়িত্ব নিতে বলেছেন। তদন্ত কমিটিতে সুপ্রীমকোর্টের আরও দুজন বিচারপতিকে রাখবেন বিচারপতি বোবদে। তিনি বলেন, সিনিয়রিটিতে আমার পরেই আছেন বিচারপতি এন ভি রামান্না। সিদ্ধান্ত নিয়েছি, তাকে ও মহিলা বিচারপতি ইন্দিরা ব্যানার্জীকে এই তদন্ত কমিটিতে রাখব। সুপ্রীমকোর্টের আইনজীবী বইন্স দাবি করেছেন, সুপ্রীমকোর্টের সাবেক কর্মীর হয়ে যৌন হেনস্তার মামলা নেয়ার জন্য তাকে দেড় কোটি রুপী দেয়ার প্রস্তাব করা হয়েছিল। প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রেসক্লাবে সাংবাদিক বৈঠকও করতে বলা হয়। সর্বোচ্চ আদালত বইন্সকে এজলাসে হাজির হয়ে তার বক্তব্য জানাতে বলেছে।
×