ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল তাওহিদ জামাত, আইএস সমর্থিত জঙ্গী গোষ্ঠী

প্রকাশিত: ১১:৪২, ২৪ এপ্রিল ২০১৯

ন্যাশনাল তাওহিদ জামাত, আইএস সমর্থিত জঙ্গী গোষ্ঠী

শ্রীলঙ্কায় রবিবার একের পর এক চালানো বোমা হামলা স্থানীয় একটি জঙ্গীগোষ্ঠী সন্ত্রাসীদের আন্তর্জাতিক এক নেটওয়ার্কের সহায়তায় ঘটিয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। গির্জা ও হোটেলে একযোগে চালানো হামলায় তিন শতাধিক মানুষ নিহত এবং আরও অন্তত ৫০০ জন আহত হয়। এই হামলার জন্য স্থানীয়ভাবে অচেনা একটি জিহাদী গ্রুপ ‘ন্যাশনাল তাওহীদ জামাত’ দায়ী বলে মনে করছে শ্রীলঙ্কার সরকার। ফলে তদন্তকারীরা এখন এই গ্রুপটির প্রতি বিশেষভাবে নজর দিচ্ছেন। তবে কোন গোষ্ঠীই এখনও আনুষ্ঠানিকভাবে হামলার দায়িত্ব স্বীকার করেনি। -এএফপি শ্রীলঙ্কার কর্মকর্তারা বলছেন, এরা স্বল্প পরিচিত নতুন একটি জঙ্গীগোষ্ঠী, যাদের সম্পর্কে কিছুদিন আগেও তেমন একটা জানা ছিল না। কিছুদিন আগে বুদ্ধের একটি ভাস্কর্য ভাঙ্গার ঘটনার সঙ্গে এই গ্রুপটি জড়িত ছিল বলে ধারণা করা হয়। বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানোর অভিযোগে ২০১৬ সালে গোষ্ঠীটির এক নেতাকে গ্রেফতারের পর প্রথম এটি আলোচনায় আসে। বিশ্লেষকরা বলছেন, ‘ন্যাশনাল তাওহীদ জামাত’ গ্রুপটি সন্ত্রাসী ধ্যানধারণা লালন করে। শ্রীলঙ্কার স্থানীয় সংবাদ মাধ্যম বলছে, এই গ্রুপটি কাট্টাকুডি নামের একটি মুসলিম অধ্যুষিত শহরে ২০১৪ সালে গঠিত হয়। তবে এর আগে কোন মারাত্মক কোন হামলার চালানোর সঙ্গে এদের নাম শোনা যায়নি। তবে দলটি তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপকে সমর্থন করত বলে জানা যাচ্ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের শ্রীলঙ্কা বিষয়ক পরিচালক এ্যালান কিনান বলেন, ন্যাশনাল তাওহীদ জামাত সম্ভবত সেই গোষ্ঠী, যারা গত বছরের একটি ‘ছোট কিন্তু গুরুত্বপূর্ণ’ ঘটনায় জড়িত ছিল। শ্রীলঙ্কায় ভয়াবহ এই হামলার দায়দায়িত্ব কেউ স্বীকার করেনি। দেশটির সরকারও নির্দিষ্ট করে জানাতে পারেনি ঠিক কারা ওই হামলা করেছে। যদিও তারা ইতোমধ্যে অন্তত ২৪ জনকে গ্রেফতার করেছে। তবে ১০ দিন আগে ন্যাশনাল তাওহীদ জামাতের দ্বারা চার্চে হামলার বিষয়ে ‘বন্ধুপ্রতীম একটি দেশের গোয়েন্দা সংস্থা’ শ্রীলঙ্কার পুলিশকে সতর্ক করে দিয়েছিল বলে দেশটির স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। ফলে তদন্তকারী কর্মকর্তাদের মনোযোগ এখন ন্যাশনাল তাওহীদ জামাতের দিকেই বেশি।
×