ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

বিজেপির থিম সং নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

প্রকাশিত: ০৯:০২, ৮ এপ্রিল ২০১৯

  বিজেপির থিম সং নিষিদ্ধ করল  নির্বাচন কমিশন

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পশ্চিমবঙ্গের জন্য তৈরি করা ‘থিম সং’ নিষিদ্ধ করেছে ভারতের নির্বাচন কমিশন (ইসি)। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কম্পোজ করা গানটি কোথাও বাজানো যাবে না বলে জানিয়েছে নির্বাচনী কর্তৃপক্ষ। এনডিটিভি। অমিত চক্রবর্তীর লেখা গানটিতে বিজেপির নির্বাচনী প্রতীক ‘পদ্মফুল’ পশ্চিমবঙ্গে ফুটবে ও তৃণমূল কংগ্রেসকে না বলতে বলা হয়েছে। হ্যাশট্যাগ ব্যবহার করে ‘# এই তৃণমূল আরনা’ টুইট করেছিলেন বাবুল সুপ্রিয়। একই শব্দগুলো তার গানেও ব্যবহার করেছিলেন। সহকারী প্রধান নির্বাচনী কর্মকর্তা সঞ্জয় বসু বলেছেন, প্রথমত এই থিম গানটির আগাম অনুমতিপত্র নেয়া হয়নি যে বিষয়টি আমরা কমিশনকে অবহিত করি। এছাড়া গানটি বিভিন্ন জায়গায় বাজানো হয়েছে তাই এটি বাজানো বন্ধ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
×