ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার ॥ লুলা ডা সিলভা

প্রকাশিত: ০৯:৩৫, ৭ এপ্রিল ২০১৯

 আমি রাজনৈতিক প্রতিহিংসার  শিকার ॥ লুলা  ডা সিলভা

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডা সিলভা এক বছর ধরে কারাগারে আছেন। দুর্নীতির দায়ে এক বছর আগে তার সাজা হয়। এরপর থেকেই তিনি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য লড়ে যাচ্ছেন। পৃথক দুটি দুর্নীতির মামলায় ৭৩ বছর বয়সী বামপন্থী নেতা লুলার ২৫ বছরের সাজা হয়েছে। তার প্রতিষ্ঠিত ওয়ার্কার্স পার্টির প্রধান গ্লিসি হফম্যান বলেন, লুলার প্রতি ‘অবিচার’ করা হয়েছে দাবি করে তিনি এই রায়ের বিরুদ্ধে লড়াই করতে দৃঢ় প্রতিজ্ঞ। হফম্যান বলেন, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তার অবস্থান যথেষ্ট দৃঢ়। রবিবার ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় নগরী কুরিটিবায় লুলা তার এক বছরের কারাবন্দিত্ব পালনের প্রস্তুতি নিয়েছেন। -এএফপি
×