ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

অভিবাসীদের বিষয়ে ভীতি ও সন্দেহের সমালোচনা করলেন পোপ

প্রকাশিত: ০৩:৪৮, ২৬ জানুয়ারি ২০১৯

 অভিবাসীদের বিষয়ে ভীতি ও  সন্দেহের সমালোচনা  করলেন পোপ

পোপ ফ্রান্সিস বৃহস্পতিবার পালাময় বলেছেন, অভিবাসন সম্পর্কে বিশ্বের ভীতি ও সন্দেহ দূর করবার জন্য গির্জাকে অবশ্য কাজ করতে হবে এবং তিনি সঙ্কট বিধ্বস্ত ভেনিজুয়েলার আরও দুর্ভোগ এড়িয়ে যাওয়ার প্রচেষ্টার প্রতি সমর্থনে তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভেটিক্যান মুখপাত্র অলেসান্দ্রো জিসোতি বলেন, পোপ কারাকাসে ঘটনাবলী বিষয়ে জ্ঞাত রয়েছেন এবং ভেনিজুয়েলার জনগণের জন্য প্রার্থনা করেন। তিনি বলেন, এ জনগণের জন্য আরও দুর্ভোগ এড়িয়ে যাওয়ার সকল প্রচেষ্টার প্রতি ফ্রান্সিসের সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্রগামী অভিবাসীদের জন্য আশ্রয়স্থল মধ্য আমেরিকায় পানামা থেকে ভাষণ দিচ্ছিলেন ফ্রান্সিস। তিনি বলেন, অভিবাসীরা অধিকতর সুন্দর ভবিষ্যতের জন্য সর্বনিম্ন অবস্থাটুকু শুধু কামনা করে। -এএফপি
×