ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

পদত্যাগ করছেন কেলি, ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বন্ধ

প্রকাশিত: ০৬:৩৬, ৯ ডিসেম্বর ২০১৮

পদত্যাগ করছেন কেলি, ট্রাম্পের সঙ্গে কথাবার্তা বন্ধ

হোয়াইট হাউসের চীফ অব স্টাফ জন কেলি কয়েকদিনের মধ্যেই পদত্যাগ করতে যাচ্ছেন। তার জায়গায় নতুন কে বসবেন তা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার ঘনিষ্ঠজনরা কাজও শুরু করেছেন। সিএনএন। ১৭ মাস আগে রেইনস প্রিবাসের স্থলাভিষিক্ত হয়েছিলেন কেলি। তার পদত্যাগ ওয়েস্ট উইংকে নতুন করে ঝাঁকুনি দিতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের। ট্রাম্প তার মেয়াদের প্রথম বছরেই চীফ অব স্টাফ বদলাতে বাধ্য হয়েছিলেন। নবেম্বরের মধ্যবর্তী নির্বাচনে পার্লামেন্টের নিম্নকক্ষে রিপাবলিকানদের শোচনীয় পরাজয়ের পর মন্ত্রিসভা ও হোয়াইট হাউসে অদলবদলের ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর থেকেই কেলির পদত্যাগ নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়। চলতি গ্রীষ্মে ট্রাম্প তার চীফ অব স্টাফকে আরও দুই বছর দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করলেও সাম্প্রতিক দিনগুলোতে দুজনের মধ্যে কথাবার্তা একেবারেই বন্ধ। কেলির স্থলাভিষিক্ত কে হবেন, ট্রাম্প তার খোঁজও শুরু করেছেন বলে এ বিষয়ের সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন।
×