ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটি বিরোধী নতুন গবর্নর

প্রকাশিত: ০৫:০২, ২ অক্টোবর ২০১৮

ওকিনাওয়ায় মার্কিন ঘাঁটি বিরোধী নতুন গবর্নর

জাপানের দক্ষিণাঞ্চলের ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটি স্থানান্তরের বিতর্কিত পরিকল্পনারবিরোধী হিসেবে পরিচিত ডেনি তামাকিকে রবিবার দ্বীপবাসী তাদের নতুন গবর্নর নির্বাচিত করেছেন। তামাকি নির্বাচনের আগে জাপান সরকারের ওই পদক্ষেপটি বন্ধ করার অঙ্গীকার করেন। খবর গার্ডিয়ানের। তামাকি ফুতেনমায় পরিকল্পনাটি বাস্তবায়নের বিরুদ্ধে লড়াই করে আসছেন। তিনি জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বাধীন সরকারের ক্ষমতাসীন জোটের প্রার্থীকে পরাজিত করেন। নির্বাচনী প্রচারাভিযানে তামাকি প্রতিশ্রুতি দিয়েছেন যদি তিনি নির্বাচিত হন তাহলে ঘাঁটি স্থাপনের কাজ বন্ধ করে দেবেন। আগস্ট মাসে দ্বীপটির গবর্নর তাকেশি ওনাগা মৃত্যুবরণ করলে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। অধিকাংশ দ্বীপবাসীর মতো তামাকিও চান ঘাঁটি স্থাপনের কাজটি বন্ধ করে দিতে এবং মার্কিন সেনা কর্মকর্তা ও নির্মাণ প্রকল্পে ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ওকিনাওয়া দ্বীপ থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দিতে।
×