ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

মার্কিন বিচ্ছিন্নতা নীতিতে হন্ডুরাসের পরিবারগুলো বিমূঢ়

প্রকাশিত: ০৫:১১, ১৮ আগস্ট ২০১৮

 মার্কিন বিচ্ছিন্নতা  নীতিতে হন্ডুরাসের পরিবারগুলো বিমূঢ়

হন্ডুরাসের অসংখ্য পরিবার যুক্তরাষ্ট্রের পৃথকীকরণ উদ্যোগের কারণে বিমূঢ় হয়ে পড়েছে। ১৬ মাস বয়সের শিশু জোহানকে হন্ডুরাসে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়ার পর যে পেটের অসুখ ও নিদ্রাচর সমস্যায় ভুগছে। খবর এএফপি’র জোহানের মাসকরা বলেছেন, যে সকল অভিবাসী পরিবার অবৈধভাবে দেশের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে তাদের বিরুদ্ধে মার্কিন সরকারের জিরো টলারেন্স নীতির ফল হিসেবে শিশুদের মা-বাবার কাছ থেকে বিচ্ছিন্ন করে আটক কেন্দ্রে রাখা হয়। এ কারণে জোহান মানসিক সমস্যায় ভুগছে। রোনান্দো বুয়েসো (৩৭) ১০ মাসের শিশু জোহানকে নিয়ে ১৭ মার্চ মেক্সিকো থেকে সীমান্ত অতিক্রম করে টেক্সাস পৌঁছার পর মার্কিন সীমান্ত টহল কর্মকর্তারা তাদের আটক করেন। রোনান্দো ৬ হাজার ডলারের বিনিময়ে এক মানব পাচারকারীর সহায়তায় সীমান্ত অতিক্রম করে। অচিরেই পৃথক করা হয় তাদের এবং বিভিন্ন রাজ্যে আটক কেন্দ্রে তাদের পাঠানো হয়। যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ বছর ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত সেন্ট্রাল আমেরিকা ও মেক্সিকোর যে ২ হাজার শিশুকে জোর করে তাদের মা-বাবাদের কাছ থেকে পৃথক করেছিল জোহান তাদের অন্যতম। বুয়েসোকে হন্ডুরাসে ফেরত পাঠানো হয় ৫ এপ্রিল। কিন্তু তার ছেলে জোহান তখন মার্কিন আটক কেন্দ্রে। জোহানকে তার মা-বাবার কাছে ফিরিয়ে দেয়া হয় ২০ জুলাই।
×